খেলাধুলা

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের চতুর্দশ আসর। এই আসরকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ৫ সেপ্টেম্বর থেকে তাদের নিয়ে শুরু হবে এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প। প্রাথমিক দলে মূলত সেই খেলোয়াড়দেরকেই প্রধান্য দেওয়া হয়েছে যারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজে ভালো খেলেছে। প্রাথমিক দলে নতুন মুখ শাম্মু আশান, শিহান মধুশঙ্ক, নিশান পেইরিস, কামিন্দু মেন্ডিস ও জিহান দানিয়েল। যেহেতু নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমাল তার চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সুতরাং তার নেতৃত্বেই এশিয়া কাপে খেলবে লঙ্কানরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের অসাধারণ পারফরম্যান্সের সুখস্মৃতি নিয়ে শ্রীলঙ্কা এশিয়া কাপ খেলতে যাবে। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ২০১৪ সালে তারা শিরোপা জিতেছিল। এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচেই তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। ৩১ সদস্যের প্রাথমিক দল : থিসারা পেরেরা, উপল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশাল পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, সাদিরা সামারাউইকরামা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দাসুন শানাকা, লাহিরু গামাজি, বিষু ফার্নান্দো, দুষমান্থে চামিরা, শিহান মধুশঙ্ক, লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, জেফেরি ভান্দেরসে, আমিলা আপোনসো, লাকসান সান্দাকান, নিশান পেইরিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা, জিহান দানিয়েল, শাম্মু আসান, দিমুথ করুণারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, আশিথা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৮/আমিনুল