খেলাধুলা

৩৪ ছক্কার ম্যাচ, ৩২ রানের ওভার!

ক্রীড়া ডেস্ক : সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক স্টেডিয়ামে বোলারদের ওপর দিয়ে কী ঝড়টাই না গেল আজ! ম্যাচে বোলিং করা ১২ জনের অর্ধেকেরই ওভারপ্রতি দশের ওপরে রান দেওয়া সে কথাই বলছে। প্রথমে ঝড়টা গেছে ত্রিনবাগো নাইট রাইডার্সের বোলারদের ওপর দিয়ে। সেন্ট লুসিয়া স্টারস ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২১২ রান। ডেভিড ওয়ার্নার ৫৫ বলে ৭২, রাকিম কর্নওয়াল ২৯ বলে ৫৩ ও কাইরন পোলার্ড ২৩ বলে ৬৫ রান করে দলকে রানের পাহাড়ে নিয়ে যান। পোলার্ড হাঁকান ৭টি ছক্কা, কর্নওয়াল ৫টি, ওয়ার্নার ৩টি, আন্দ্রে ফ্লেচার একটি। ইনিংসে ১৬ ছক্কা হাঁকিয়ে ২১২ রান করেও ম্যাচটা কিন্তু জিততে পারেনি সেন্ট লুসিয়া।। সেন্ট লুসিয়ার ১৬ ছক্কা ছাড়িয়ে ত্রিনবাগোর ইনিংসে ছক্কা হয়েছে ১৮টি! এর মধ্যে ব্রাভো একাই মেরেছেন ১০টি, যার ৫টি আবার এক ওভারে। এই ৩৪ ছক্কা কোনো টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ। ২০১৬ সালে নিউজিল্যান্ডের সুপার স্মাশ টি-টোয়েন্টিতে সেন্ট্রাল ডিসট্রিক্টস ও ওটাগো ম্যাচেও হয়েছিল ৩৪ ছক্কা। শেষ পাঁচ ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ৮৫ রান। ১৬তম ওভারে কাইরন পোলার্ডকে পাঁচ ছক্কা হাঁকিয়ে ব্রাভো তোলেন ৩২ রান! প্রথম চার বলে চার ছক্কা, পঞ্চম বলে ডাবল নিয়ে শেষ বলে আবার ছক্কা। সিপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে ওভার এটিই। রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/পরাগ