খেলাধুলা

তামিমের পরবর্তী সঙ্গী হচ্ছেন কে?

ইয়াসিন হাসান : প্রতিপক্ষ বোলারদের চোখে চোখ রেখে লড়াই করার যে মানসিকতা তামিম ইকবাল দেখিয়েছিলেন তা এখনও ছুটছে। তামিম দাপিয়ে বেড়াচ্ছেন ২২ গজের ক্রিজে। ২০০৭ সালে অভিষেক হওয়া তামিম এখন দেশের সেরা ওপেনার। তিন ফরম্যাটে সর্বোচ্চ রান স্কোরার। শুধু স্কোরবোর্ড সমৃদ্ধ করেননি বাঁহাতি এ ব্যাটসম্যান। লাল-সবুজকে দিয়েছেন একাধিক অর্জন, দেশকে উৎসবে ভাসার উপলক্ষ্য দিয়েছেন অনেকবার। কিন্তু তার লড়াইয়ে সঙ্গী হতে পারেননি কেউ! ম্যাথু হেডেন-অ্যাডাম গ্লিলক্রিস্ট, শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী কিংবা সাঈদ আনোয়ার-আমির সোহেল একজোট হয়ে ওপেনিংয়ে খেলে গেছেন দীর্ঘদিন। তাদের বোঝাপড়ায় ওপেনিং নিয়ে কখনো ভাবেননি টিম ম্যানেজম্যান্ট। কিন্তু বাংলাদেশ পায়নি আরেকটি ‘তামিম।’ অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তামিম ইকবাল ওয়ানডে ফরম্যাটে সঙ্গী পেয়েছেন ১৪জন। আর তিন ফরম্যাট মিলিয়ে সেই তালিকাটা আরও লম্বা, ১৮ জন। তামিম যে কতটা সঙ্গীর অভাবে রয়েছেন তা আরেকটি পরিসংখ্যানে স্পষ্ট হবে। ১৯৮৯ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিলেন শচীন টেন্ডুলকার। ১৯৯৪ সালে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ওপেন করেছিলেন টেন্ডুলকার। অজয় জাদেজার সঙ্গে ব্যাটিং শুরুর পর ওয়ানডেতে আরও ১৯ ব্যাটসম্যানকে ওপেনিংয়ে সঙ্গী হিসেবে পেয়েছিলেন টেন্ডুলকার। ২৩ বছরের ক্যারিয়ারে মোট ২০ ওপেনিং পার্টনার পেয়েছেন টেন্ডুলকার। সেখানে ২০০৭ সালে ক্যারিয়ার শুরু করা তামিমের ওয়ানডেতে পার্টনার ১৪ জন। কারা হয়েছিলেন তামিমের ওপেনিং পার্টনার

     

 

ইনিংস

রান

গড়

মোহাম্মদ আশরাফুল

৯০

৩০

ইমরুল কায়েস

৫৪

১৭১৮

৩১.৮১

মুশফিকুর রহিম

৪৩

৪৩

জুনায়েদ সিদ্দীক

২৫

৫৭৩

২২.৯২

সৌম্য সরকার

২৩

৯০৩

৩৯.২৬

এনামুল হক বিজয়

২৬

৮৩১

৩১.৯৬

শাহরিয়ার নাফিস

২৪

৪৯০

২০.৮২

নাঈম ইসলাম

৪৪

২২

জাভেদ ওমর

২০৬

৩৪.৩৩

নাজিমউদ্দিন

১৮৮

২০.৮৯

মেহরাব হোসেন জুনিয়র

৮২

২০.৫

শামসুর রহমান শুভ

৬৩

৬৩

লিটন কুমার দাস

মোহাম্মদ মিথুন

১১

১১

তামিমের ওপেনিং পার্টনার কে হবেন, তা নিয়ে ভাবনার শেষ নেই। সৌম্য, লিটন, বিজয়কে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কিন্তু তিনজনই নিজেদের জায়গা তৈরি করতে ব্যর্থ। তবে লিটনকে এই মুহূর্তে আরেকবার সুযোগ দেওয়ার পক্ষে অনেকেই। ওয়েস্ট ইন্ডিজে টেস্টে এবং টি-টোয়েন্টিতে দ্যুতি ছড়ানোয় তাকে আগামী এশিয়া কাপে দেখার পক্ষে টিম ম্যানেজমেন্ট। তরুণদের আরও সময় দেওয়ার পক্ষে তামিম ইকবাল,‘আমি দলের সঙ্গে থেকে যা দেখি, যাদের দায়িত্ব দেওয়া হয়, তারা সবাই প্রচণ্ড চেষ্টা করেন। অনুশীলন করেন। নিজেদের উন্নতি করতে যতটা করার দরকার, করার চেষ্টা করেন। কোনোভাবে হচ্ছে না। যে লেভেলে আমরা চাই, সেটা হচ্ছে না। কিন্তু ওদের কাউকে নিয়ে আমরা সংশয় নেই। আমার সঙ্গে যারাই ওপেন করেছে, সবারই সামর্থ্য আছে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার। আমার কাছে মনে হয়, একটি-দুটি ম্যাচে ভালো ইনিংস খেলতে পারলে সেই আত্মবিশ্বাস নিয়েই ওরা দলে থিতু হতে পারবে।’ ওয়ানডে ক্রিকেটে উজ্জ্বল পথচলায় ওপেনিং নিয়েই যত হতাশা বাংলাদেশের । এক তামিম ইকবাল নিজেকে প্রমাণ করছেন ধারাবাহিক। কিন্তু তাকে সঙ্গ দিতে পারছেন না কেউই। প্রশ্ন একটাই একা তামিমের পাশে দাঁড়াবে কে? সৌম্য, লিটন, এনামুল নাকি অন্য কেউ? রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/ইয়াসিন/শামীম