খেলাধুলা

আফগানদের বিপক্ষে আইরিশ দলে ডিলানি

ক্রীড়া ডেস্ক : আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আফাগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আইরিশ দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২০ বছর বয়সি মিডিয়াম পেসার ডেভিড ডিলানি। বৃহস্পতিবার বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা আনতে আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে দারুণ ভূমিকা রাখেন ডিলানি। ওই ম্যাচে ১৫ রানের খরচায় ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। এর আগে টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে ২৫ রানের বিনিময়ে মাত্র ১টি উইকেট নিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্সে মুগ্ধ হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তাকে দলে জায়গা দিয়েছে নির্বাচকরা। চলতি বছরের শুরুর দিকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন ব্যারি ম্যাকার্থি। এবার তাকে সরিয়ে ডিলানিকে দলে নেওয়া হয়েছে। নতুনদের সঙ্গে এই দলটিতে অভিজ্ঞ খেলোয়াড়দের কমতি নেই। উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ডি ব্যালবির্নি, ও’ব্রায়েন ব্রাদার্সসহ বয়েড র‌্যানকিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারা রয়েছেন। আইরিশ ওডিআই স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ডি ব্যালবির্নি, পিটার চেজ, ডেভিড ডিলানি, জর্জ ডক্রেল, অ্যান্ডি ম্যাকব্রায়েন, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন, নেইল ও’ব্রায়েন, বয়েড র‌্যানকিন, জেমস শ্যানন, সিমি সিং, পল স্টার্লিং, গ্যারি উইলসন। রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/শামীম