খেলাধুলা

সাব্বির-নাসির-সৈকতকে ডেকেছে শৃঙ্খলা কমিটি

ক্রীড়া ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেশ সমালোচিত জাতীয় দলের তিন ক্রিকেটার নাসির হোসেন, সাব্বির হোসন ও মোসাদ্দেক হোসেন সৈকত। এদের মধ্যে তরুণ মোসাদ্দেক এশিয়া কাপে বাংলাদেশ দলে ডাক পেলেও সুযোগ পাননি নাসির ও সাব্বির। শৃঙ্খল ভাঙা আর নারী কেলেঙ্কারীর ঘটনায় এবার এ তিন ক্রিকেটারকে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। বিভিন্ন সময় শাস্তি আর আর্থিক জরিমানার পরও শৃঙ্খলা ভঙের অভিযোগ যেন শেষ হচ্ছে না সাব্বিরের বিরুদ্ধে। এবার তার অভিযোগগুলো বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে নারী কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ক্রিকেটারদের ভাবমূর্তি ক্ষতি করেছেন নাসির। তাদের সঙ্গে সব শেষ যোগ হয়েছে মোসাদ্দেকের অভিযোগও। সম্প্রতি তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন তার স্ত্রী। এ তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজ বিসিবিতে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সভাপাতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘সাব্বিরকে ডিসিপ্লিনারি কমিটি থেকে ডাকা হয়েছে। এটার পরে সিদ্ধান্ত হবে। আর এখন তো সে স্কোয়াডে নাই, অবশ্য এর তো একটা প্রভাব আছেই। একজনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সেজন্য ওরা ডেকেছে। কথা বলে সিদ্ধান্ত নেবে। যেটা হওয়া উচিৎ তেমন সিদ্ধান্তই আসবে। ওরা আমাকে বলেছে তিনজনকে ডেকেছে। এরমধ্যে মোসাদ্দেকও আছে।’ আগামী শনিবার সকাল ১১টায় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামস্থ বিসিবি কার্যালয়ে ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হওয়ার জন্য বলা হয়েছে সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাসির হোসেনকে। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হচ্ছেন বোর্ডের অন্যতম পরিচালক শেখ সোহেল। কমিটির অন্যতম সদস্য বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস। ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হওয়ার পর তিন ক্রিকেটারের কাছ থেকে তাদের বক্তব্য নেয়া হবে। ক্রিকেটারদের নৈতিক স্থলনের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি। বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৮/শামীম