খেলাধুলা

বড় বোনকে হারাতে সেরেনার লাগল মাত্র ৭১ মিনিট

ক্রীড়া ডেস্ক : পেশাদার ক্যারিয়ারে ৩০বারের মতো মুখোমুখি সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। ইউএস ওপেনে দুই বোনের জমজমাট এক লড়াইয়ের দিকেই তাকিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু লড়াই আর হলো কই! নিউ ইয়র্কে শুক্রবার বড় বোন ৩৮ বছর বয়সি ভেনাসকে হারাতে সেরেনার লেগেছে মাত্র ৭১ মিনিট। ৬-১, ৬-২ গেমের সহজ জয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী ৩৬ বছর বয়সি তারকা। প্রথম সেটে অবশ্য পায়ে হালকা চিকিৎসা নিতে হয়েছিল সেরেনাকে। ভেনাসের সঙ্গে এটি যৌথভাবে তার সবচেয়ে বড় জয়। ২০১৩ সালে চার্লেস্টোনেও জিতেছিলেন একই ব্যবধানে। গত সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্মের পর এটিই সেরেনার সেরা ম্যাচ। তিনি নিজেও বলেছেন সেটা, ‘প্রত্যাবর্তনের পর এটিই আমার সেরা ম্যাচ ছিল।’ সেরেনা সবকিছুই ঠিকঠাক করেছেন বলে মনে করেন ভেনাস, ‘আমি মনে করি না আমি খুব একটা ভুল করেছি। কিন্তু সেরেনা সবকিছুই নিখুঁতভাবে করেছে।’ মার্কিন তারকা সেরেনা শেষ ষোলোয় এস্তোনিয়ার কাইয়া কানেপির মুখোমুখি হবেন। ৩৩ বছর বয়সি কানেপি প্রথম রাউন্ডে হারিয়ে দিয়েছিলেন শীর্ষ বাছাই সিমোনা হালেপকে। রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৮/পরাগ