খেলাধুলা

স্টেডিয়ামে উপচে পড়া দর্শক

ক্রীড়া প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দশ হাজারের উপরে দর্শক হয়েছিল। সেই ম্যাচে জয়ের খবর পৌছে গেছে ৫৬ হাজার বর্গমাইল ছাড়িয়ে।সেটার প্রভাব পড়েছে দ্বিতীয় ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকদের ঢল নেমেছে। আয়োজকদের দেওয়া তথ্যমতে আজ বাংলাদেশের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত দর্শকের সংখ্যা ১৫ হাজার। অবশ্য বাস্তবে তার চেয়ে হাজার দুয়েক বেশি হতে পারে। স্টেডিয়ামের বাইরে আরো অনেকে টিকিট না পেয়ে ফিরে গেছেন। অবশ্য এই ম্যাচকে সামনে রেখে দর্শকদের জন্য ৭ হাজার টিকিট রাখা হয়েছিল। সেগুলো সবই বিক্রি হয়েছে। গ্যালারির ২০ টাকার টিকিটি ৫০ টাকায়ও কিনেছে কেউ কেউ। দক্ষিণ গ্যালারিতে খেলা দেখতে মতিঝিল মডেল কলেজের ছাত্র আরিফুর রহমান বলেন, ‘প্রথম দিন খেলা দেখতে আসতে পারিনি। আজ আমরা পাঁচ বন্ধু এসেছি। আমি টিকিট আগেই নিয়ে রেখেছিলাম। আমাদের আরো কয়েকজন বন্ধু এসেছে। তারা ২০ টাকার টিকিট ৫০ টাকা করে কিনেছে। ম্যাচ শুরুর পর আমাদের আরো কিছু বন্ধু এসেছিল। তারা  টিকিট পায়নি। আশা করছি আজ বাংলাদেশ জিতবে।’ টিকেট বিক্রেতাদের মুখে আজ চওড়া হাসি। পকেটও গরম। দক্ষিণ গ্যালারির টিকিট বিক্রেতা মারুফ বলেন, ‘প্রথম দিন খুব বেশি বিক্রি করতে পারিনি। তবে আজ পুষিয়ে নিয়েছি। ২০০ টিকিট এনেছিলাম। ভালোই লাভ হয়েছে। বাংলাদেশ সেমিফাইনাল ও ফাইনালে উঠলে আমাদের জন্য আরো ভালো হবে।’ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০১৫ সালের পর এমন দর্শক দেখা গেল। অবশ্য ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল দেখতে ৩৬ হাজার দর্শক মাঠে হাজির হয়েছিল। এরপর স্টেডিয়ামের সংস্কার কাজ করায় বর্তমানে স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৩ হাজার। বাংলাদেশ সেমিফাইনালে উঠলে আশা করা যাচ্ছে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল/শামীম