খেলাধুলা

গোলরক্ষকের ভুল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল : শ্রেষ্ঠা

ক্রীড়া প্রতিবেদক : ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত বাংলাদেশ ভালোভাবেই লড়াইয়ে ছিল। ৩৩ মিনিটে গোলরক্ষকের দৃষ্টিকটু ভুলে গোল হজম করে বাংলাদেশ। এরপর আস্তে আস্তে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত হার মানে ২-০ গোলে। ম্যাচের টার্নিং পয়েন্ট যে গোলরক্ষক মো. শহীদুল আলমের ভুল সেটা বুঝতে ফুটবল বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। ম্যাচ শেষে বিষয়টির সঙ্গে একমত হয়েছেন নেপালের সহকারী কোচ কিরণ শ্রেষ্ঠা। তবে তিনি এও বলেছেন ম্যাচটি বেশ কঠিন ছিল। তিনি বলেন, ‘খুবই কঠিন একটা ম্যাচ ছিল। উভয় দলের জন্যই। উভয় দলই চেষ্টা করেছে। আমাদের জন্য এটা বাঁচা মরার ম্যাচ ছিল। আমরা জেতার জন্যই মাঠে নেমেছিলাম। অবশেষে জয় পেয়েছি। সেমিফাইনাল নিশ্চিত করেছি। আমাদের ছেলেরা যথেষ্ট চেষ্টা করেছে। আমরা জানতাম স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ শক্তিশালী। সেভাবেই তাদের বিপক্ষে আমাদের খেলতে হবে। আমরা সেভাবেই খেলেছি।’ ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ বাংলাদেশের গোলরক্ষকের ভুলে পাওয়া গোলটি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। এরপর ছেলেরা আরো উজ্জীবিত হয়ে খেলে। ওই গোলটি না হলে হয়তো আরো লড়াই করতে হত। তবে ছেলেরা জেতার জন্য মরিয়া ছিল। দ্বিতীয়ার্ধে আমাদের ছেলেরা আরো ভালো খেলেছে।’ ম্যাচসেরা হন নেপালের বদলি ফরোয়ার্ড নউগ শ্রেষ্ঠা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কঠিন একটা ম্যাচ ছিল। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমি দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়ে চেষ্টা করেছি ভালো কিছু করার। এমন ম্যাচ গোল করতে পেরে ও ম্যাচসেরা হতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দিত।’ রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল