খেলাধুলা

আমিরাতের গরমকে চ্যালেঞ্জ মনে করছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : এর আগে টানা তিনটি আসর ঘরের মাঠে খেললেও এবার আরব আমিরাতে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে দেশটির গরম আবহাওয়া নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সিপিএল আসর থেকে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মাহমুদউল্লাহ। নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাস থাকলেও আরব আমিরাতের গরমকে চ্যালেঞ্জ মনে অভিজ্ঞ এ  অলরাউন্ডার বলেন, ‘আরব আমিরাতের কন্ডিশন একটু কম বা বেশি, আমাদের মতোই। কিন্তু গরমটা অনেক গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের মানিয়ে নিতে হবে।’ শ্রীলঙ্কা কিংবা তরুণ দল আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘রিলাক্স হওয়ার কোনো সুযোগ নেই। আফগানিস্তানের বা যে কোনো দলের বিপক্ষে আমাদের সেরাটাই খেলতে হবে। সব দলই আমাদের কাছে সমান। শ্রীলঙ্কার একটু অ্যাডভান্টেজ থাকবে। কারণ তারা সেখানে খেলে। কিন্তু আমরা তাদেরকে খুব ভালো করে জানি। তারাও আমাদের চিনে।’ এবারের আসরে সিপিএলে নিজের অভিজ্ঞতা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘এবারের সিপিএলে মোটামুটি ভালো একটা সময় গেছে আমাদের। বলবো না খুব ভালো হয়েছে। তবে যতোটুকু সুযোগ পেয়েছি, কাজে লাগাতে চেয়েছি। দুবাইয়ে আগে  তামিম, সাকিব, মুশফিক খেলেছে। ওখানকার কন্ডিশন সম্পর্কে জানি। একটা নির্দিষ্ট দিনে আমরা কতোটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমরা সেটা করার দিকেই মনোযোগী হবো।’ রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৮/শামীম