খেলাধুলা

তুরস্কের নাটকীয় জয়

ক্রীড়া ডেস্ক : দুই গোলে পিছিয়ে পড়েও উয়েফা নেশনস লিগে নাটকীয় এক জয় পেয়েছে তুরস্ক। এমরে আক্বাবার শেষ মুহূর্তের দুই গোলে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা সুইডেনকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এটিই ছিল সুইডেনের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। নিজেদের মাঠে সোমবার রাতে ইসহাক কিজে থেলিন ও ভিক্টর ক্লায়েসেনের গোলে সহজ জয়ের স্বপ্নই দেখছিল তারা। ম্যাচের ৩৪ মিনিটে খুব কাছ থেকে ডান পায়ের শটে সুইডেনকে এগিয়ে দিয়েছিলেন থেলিন। ৪৯ মিনিটে ২৫ গজ দূর থেকে ডান পায়ের শটে অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ক্লায়েসেন। দুই মিনিট পরই অবশ্য একটি গোল শোধ করেন তুরস্কের হাকান কালহানোগু। তবে আসল নাটকীয়তার তখনো বাকি!  নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে বাঁ পায়ের শটে তুরস্ককে ২-২ সমতায় ফেরান আক্বাবা। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হেডে করা তার দ্বিতীয় গোলে জয়ও নিশ্চিত হয়ে যায় অতিথিদের। ‘বি’ লিগের গ্রুপ ২-এ এটিই তুরস্কের প্রথম জয়। গত শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে রাশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল তারা। রাশিয়া ও তুরস্কের সমান ৩ পয়েন্ট করে। সুইডেন এখনো কোনো পয়েন্ট পায়নি। রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৮/পরাগ