খেলাধুলা

ম্যাকগ্রাকে ছুঁলেন, এবার ছাড়ানোর অপেক্ষায় অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক : চার বলের মধ্যে তুলে নিলেন শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারার উইকেট। আর এই দুই উইকেট নিয়েই গ্লেন ম্যাকগ্রাকে ছুঁয়ে ফেললেন জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ান গ্রেটের সঙ্গে এখন যৌথভাবে ফাস্ট বোলার হিসেবে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ম্যাকগ্রার ৫৬৩ উইকেট ছুঁতে ভারতের বিপক্ষে ওভাল টেস্টের শেষ ইনিংসে অ্যান্ডারসনের দরকার ছিল ২ উইকেট। অ্যান্ডারসনের লেগেছে মাত্র ১২ বল। মেডেন নিয়ে বোলিং শুরুর পর নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ধাওয়ানকে এলবিডব্লিউ করেন অ্যান্ডারসন। শেষ বলে এলবিডব্লিউ করেন পূজারাকেও।  

দুই ওভারে কোনো রান না দিয়েই অ্যান্ডারসনের ২ উইকেট!  এই দুই উইকেট নিয়েই অ্যান্ডারসন ছুঁয়ে ফেলেন ম্যাকগ্রাকে। শেষ ইনিংসে এখনো ভারতের বাকি ৭ উইকেট। আজ শেষ দিনে আর একটি উইকেট পেলেই ম্যাকগ্রাকে ছাড়িয়ে টেস্টের সবচেয়ে সফলতম ফাস্ট বোলার  হয়ে যাবেন অ্যান্ডারসন। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকাতেও এককভাবে চারে উঠে যাবেন। অ্যান্ডারসনের ওপরে থাকবেন শুধু তিন স্পিনার অনিল কুম্বলে (৬১৯ উইকেট), শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) ও মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট)। রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৮/পরাগ