খেলাধুলা

মেক্সিকোতে আনুষ্ঠানিকভাবে কোচ ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক : কোচ হিসেবে মেক্সিকোর ক্লাব দোরাদোস সিনালোয়াতে ডিয়েগো ম্যারাডোনার যোগ দেওয়ার সংবাদটা আগেই জানা গিয়েছিল। এবার ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিনি। কোচ হিসেবে ষষ্ঠবারের মতো মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোস সিনালোয়াতে যোগ দিয়েছেন ম্যারাডোনা। বিশ্বকাপ জয়ী ম্যারাডোনার উপস্থিতি টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্টের মাধ্যমে জানিয়েছে দোরাদোস সিনালোয়া। সোমবার নতুন ক্লাবের জার্সিতে ম্যারাডোনার সংবাদ সম্মেলনের কয়েকটি ছবি টুইটারে প্রকাশিত হয়। আন্তর্জাতিক ফুটবলে ম্যারাডোনা একটি স্বীকৃত নাম। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপের নায়ক তিনি। খেলোয়াড় হিসেবে নিজের পেশাদার ক্যারিয়ার ঝলমলে হলেও কোচ হিসেবে ততটা সফল নন এ সুপারস্টার। মেক্সিকোতেও বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ম্যারাডোনাকে। কারণ দ্বিতীয় বিভাগের এই দলটি লিগে এখনো জয়ের দেখা পায়নি। ছয়টি ম্যাচে অংশগ্রহন করলেও তিনটি ড্র আর বাকি তিনটি হেরেছে তারা। এর আগে আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাতে কোচের দায়িত্ব পালন করেছেন ম্যারাডোনা। আরব আমিরাতে দ্বিতীয় বিভাগ থেকে দলটির স্বয়ংক্রিয় উন্নতি না হওয়ায় জুনে দায়িত্ব ছাড়েন তিনি। এবার ড্রাগের স্বর্গরাজ্য মেক্সিকোতে দোরাদোসকে নিয়ে এ কিংবদন্তি কতদূর যেতে পারেন সেটাই দেখার অপেক্ষা তার ভক্তদের। রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৮/শামীম