খেলাধুলা

বড় নিষেধাজ্ঞায় বিশ্বকাপজয়ী লরিস

ক্রীড়া ডেস্ক : মধ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে গত মাসের ২৪ তারিখে হুগো লরিসকে আটক করেছিল পুলিশ। লন্ডনে নিয়ম ভেঙে গাড়ি চালানোয় তার বিরুদ্ধে অভিযোগ আনে সেখানকার ট্রাফিক পুলিশ। অভিযোগ প্রমানীত হওয়ায় এবার আর্থিক জরিমানা ও ড্রাইভিংয়ে বড় নিষেধাজ্ঞা পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইংলিশ লিগের ক্লাব টটেনহামের হয়ে খেলন লরিস। মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় মেরিলিবনের গ্লুচেস্টার প্লেসে তাকে আটক করে পুলিশ। ওই সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্তি পেলেও সেন্ট্রাল লন্ডনের ট্রাফিক পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ আনেন।এবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রি কোর্টে পুলিশের অভিযোগের বিপরীতে নিজেকে নির্দোষ প্রমান করতে পারেননি তিনি। অভিযোগ প্রমানীত হওয়ায় টটেনহাম গোলরক্ষককে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ড্রাইভিংয়ে তাকে ২০ মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুলিশ আদালতে অভিযোগ করে মধ্যপ অবস্থায় ঘন্টায় ৪৮ কি.মি. জোনে ২৪ কি.মি গতিতে গাড়ি চালানোয় তাকে চ্যালেঞ্জ করে পুলিশ। ব্রেথঅ্যানালাইজার পরীক্ষায় পুলিশ দেখতে পায় লরিসের প্রতি ১০০ মিলিলিটার নিঃশ্বাসে ৮০ মাইক্রোগ্রাম অ্যালকোহলের উপস্থিতি রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে এর বৈধ সীমা হচ্ছে ৩৫ মাইক্রোগ্রাম। রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/শামীম