খেলাধুলা

সিরিজ হারের সমালোচকদের জবাব দিলেন শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক : টেস্ট র‌্যাঙ্কিংয়ের বর্তমানে নাম্বার ওয়ান দল ভারত। কিন্তু ইংল্যান্ডের মাটিতে সবশেষ টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে তারা। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরেও হেরেছিল টিম ইন্ডিয়া। বিদেশের মাটিতে পরপর দুটি টেস্ট সিরিজে হারের পর ভারতীয় কোচ রবি শাস্ত্রীর ভূমিকা নিয়ে চলছে নানা সমালোচনা। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছিলেন, ‘ভারত তাদের মোমেন্টামে রয়েছে। তবে ৪-১ ব্যবধানের হারের ফলাফল বলছে না তারা ভালো ছিল।’ এছাড়া ক্রিক ইনফোর প্রধান এডিটর সামবিত বাল বলেছিলেন, ‘আত্মবিশ্বাস বিস্ময়কর এক গুন। তবে নিজের বিজ্ঞাপন দিতে গেলে সেখানে নিজেকেই পরাজিত হতে হয়।’ আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। পরের বার রয়েছে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে আগামী সপ্তাহেই এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে দলটি। এর আগে টানা দুটি টেস্ট সিরিজে হারের পর কিছুটা চাপে রয়েছেন রবি শাস্ত্রী। সেই সঙ্গে সমালোচকদের বাঁকা মন্তব্য সহ্য করতে হচ্ছে তাকে। তবে এশিয়া কাপ শুরুর আগে সেই সামালোচকদের জবাব দিলেন শাস্ত্রী। সমালোচকদের জবাব দিয়ে শাস্ত্রী বলেন, ‘গত তিন বছরের পারফরম্যান্সের দিকে খেয়াল করলে দেখবেন, আমরা বিদেশে তিনটি সিরিজ ও ৯টি ম্যাচ জিতেছি। এতো সংক্ষিপ্ত সময়ে ভারতীয় দলে গত ১৫-২০  বছরে এমন সাফল্য দেখতে পাবেন না আপনি।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৮/শামীম