খেলাধুলা

কর ফাঁকিতে মডরিচের ১.২ মিলিয়ন জরিমানা

ক্রীড়া ডেস্ক: ক্যারিয়ারে বর্তমানে ফর্মের চূড়ায় রয়েছেন লুকা মডরিচ। ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ আর ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপে ঝলমলে পারফরম্যান্সে কয়েকদিন আগে উয়েফার সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠে তার হাতে। এবার ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও প্রতিযোগিতায় রয়েছেন তিনি। তবে স্পেনের কর ফাঁকি দেওয়ার ঘটনায় জরিমানা গুনতে হচ্ছে ক্রোয়াট এ মিডফিল্ডারকে।  ২০১২ সালে টটেনাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মডরিচ। ওই সময়ে কর ফাঁকির অভিযোগে রিয়াল এ তারকাকে ১.২ মিলিয়ন ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ট্যাক্স অথরিটি। মডরিচের কর ফাঁকির মামলাটি দীর্ঘদিন ধরেই চলে আসছিল। এর আগে সমঝোতার মাধ্যমে এই ঝামেলার নিষ্পত্তির চেষ্টা করেন তিনি। আগে সব মিলিয়ে ২.১ মিলিয়ন ইউরো কর পরিশোধ করতে বলা হয়েছিল তাকে। তবে ওই সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছিলেন রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী এ তারকা।  

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৮/শামীম