খেলাধুলা

মালদ্বীপকে কৃতিত্ব দিয়েছেন ভারতের কোচ

ক্রীড়া প্রতিবেদক : গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটিতেই জিতেছে ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে তারা। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়ে একাদশতমবারের মতো সাফের ফাইনালে নাম লেখায়। অথচ এটা ছিল ভারতের অনূর্ধ্ব-২৩ দল। এশিয়ান গেমসে খেলে আসা দলটিকে বাজিয়ে দেখতে পাঠানো হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে। তারা ভালো খেলে ফাইনালে আসলেও শিরোপা জিততে পারেনি। মালদ্বীপ তাদের হারিয়ে দিয়েছে ২-১ ব্যবধানে। ম্যাচ শেষে ভারতের কোচ মালদ্বীপকে কৃতিত্ব দিয়ে জানিয়েছেন তার দলের অভিজ্ঞতার অভাব ছিল। ছেলেরা কিছুটা ক্লান্তও ছিল। ভারতের কোচ স্টিফেন ফিলিপ কন্সটানটাইন বলেন, ‘মালদ্বীপ ভালো খেলেছে। তাদের কৃতিত্ব দিবে হবে। পাকিস্তানের বিপক্ষে আমরা যেভাবে খেলেছিলাম আজ সেভাবে খেলতে পারিনি। আসলে ছেলেদের অভিজ্ঞতার অভাব ছিল। তাছাড়া আজ কিছুটা ক্লান্তও ছিল তারা। তবে ম্যাচের শুরুতে আমরা যদি গোল করতে পারতাম তাহলে হয়তো ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। মালদ্বীপ সুযোগ কাজে লাগিয়েছে। আগে গোল করে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের অভিনন্দন।’ তরুণ এই দলটি ভারতের ভবিষ্যত বলে উল্লেখ করে কন্সটানটাইন বলেন, ‘এটা যুব দল। তাদের ভবিষ্যত আছে। ৮-৯ বছর পর তারা অনেক অভিজ্ঞ হবে। এই টুর্নামেন্টে তারা যেভাবে খেলেছে তাতে আমি খুশি।’ রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল