খেলাধুলা

মানুষের তামিমকে সব সময় মনে রাখা উচিত : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটে কথাটা ব্যবহৃত হয় যথেষ্টই- স্কোরকার্ড সব সময় আসল চিত্রটা দেয় না। যেমন দেয় না এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের স্কোরকার্ডও। সেখানে লেখা আছে তামিম ইকবাল ৪ বলে করেছেন ২ রান। ‘বোকা’ স্কোরকার্ড কী করে বোঝাবে ইনিংসটার মাহাত্ম্য? এই ছোট্ট ইনিংসটা যে ছাড়িয়ে গেছে তার অনেক বড় ইনিংসকেও! তাই তো ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, এই ইনিংসের জন্য মানুষের তামিমকে অনেক দিন মনে রাখা উচিত। দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে শনিবার ইনিংসের দ্বিতীয় ওভারেই সুরাঙ্গা লাকমলের বাউন্সার পুল করতে গিয়ে হাতে চোট নিয়ে মাঠ ছাড়েন তামিম। মাঠ থেকে তাকে নেওয়া হয় হাসপাতালে। করানো হয় এক্স-রে। এক্স-রে রিপোর্টে তার কবজিতে চিড় ধরা পড়ে। কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। মানে এশিয়া কাপ শেষ! তখনো কে জানত, ঘণ্টা দুয়েক পরই দেখা যাবে অবিশ্বাস্য এক দৃশ্য। বাংলাদেশের তখন নবম উইকেট পড়ে গেছে। মুস্তাফিজুর রহমান ফেরার সময় বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ২২৯। তামিম আর খেলতে পারবেন না বলে বাংলাদেশের ইনিংসের শেষ ভাবা হচ্ছিল সেখানেই। কিন্তু একি, একটু আগেও যিনি স্লিংয়ে হাত ঝুলিয়ে ড্রেসিং রুমে ছিলেন, সেই তামিম ব্যাট হাতে আবার নামছেন মাঠে! ধারাভাষ্যকাররাও যেন বিশ্বাস করতে পারছিলেন না! তামিম মাঠে নেমে খেলেছেন মাত্র এক বল। সেটাও আবার এক হাতে। তবে তার ওই এক বলের বীরত্বেই বাংলাদেশের স্কোরকার্ডে যোগ হয় আরো ৩২ রান। তামিমকে একপাশে রেখে পরের ১৫ বল একাই খেলেছেন মুশফিক। তাতে বাংলাদেশের স্কোর ২২৯ থেকে পৌঁছে যায় ২৬১ রানে। বাংলাদেশের ১৩৭ রানের জয়ে তাই তামিমের নামটা আলাদা করেই লেখা থাকবে। ম্যাচ শেষে তাই পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বন্দনা ঝরল অধিনায়ক মাশরাফির কণ্ঠে, ‘আমি শুধু ওকে নিয়ে একটা কথাই বলতে পারি, মানুষের ওকে সব সময় মনে রাখা উচিত।’ ১ রানে ২ উইকেট আর তামিমের ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে মুশফিক ও মোহাম্মদ মিথুনের ১৩১ রানের জুটি গড়ে দেয় বাংলাদেশের বড় সংগ্রহের ভিত। মুশফিক খেলেছেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেরই অন্যতম সেরা ১৪৪ রানের অসাধারণ এক ইনিংস। ৬৩ রান করা মিথুনের অবদানও কম নয়। মাশরাফি তাই আলাদা করে বললেন মুশফিক-মিথুন জুটির কথাও, ‘মুশফিক ও মিথুনের প্রতি কৃতজ্ঞতা। শুরুতে দুই উইকেট হারালে সব সময়ই চাপ থাকে। কিন্তু চাপের মধ্যে ওরা সত্যিই খুব ভালো ব্যাট করেছে। মিথুন তো তাও ভুল সময়ে আউট হয়েছে, ওই সময়ে ও আউট না হলে রানটা ২৮০-২৯০ হতে পারত।’

   

রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৮/পরাগ