খেলাধুলা

সংখ্যায় ভারত-পাকিস্তান লড়াই

ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় বৈশ্বিক এবং মহাদেশীয় টুর্নামেন্টে দেখা মিলে দুই দলের। এবার তাদেরকে একই মঞ্চে নিয়ে এসেছে এশিয়া কাপ। দুই দলের ম্যাচ মানেই তুমুল উত্তেজনা, ভিন্ন আবহ, চায়ের কাপে চুমুক দেয়ার সঙ্গে সঙ্গে বয়ে যাওয়া ঝড়! দুবাইয়ে এবার ব্যাট-বল হাতে ঝড় তোলার অপেক্ষায় দুই দেশের ক্রিকেটাররা। দুবাইয়ে তাদের ম্যাচটি হবে আগামীকাল।  মাঠে নামার ঠিক আগ মুহুর্তে দুই দলের পরিসংখ্যানে একবার চোখ বুলিয়ে নেয়া যাক: ১২৯: দুই দল এখন পর্যন্ত ১২৯ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের ৫২ ম্যাচের বিপরীতে পাকিস্তান ম্যাচ জিতেছে ৭৩টি। ১১: এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। ৫টি করে জয়-পরাজয় দুই দলের। ১টি ম্যাচে ফল বের হয়নি। ৬৯: দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। ৬৯টি ম্যাচ খেলেছেন মাস্টারব্লাস্টার। ৩৫৬: দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ দলীয় রান ৩৫৬। ভারত ৯ উইকেটে করেছিলেন এ রান। পাকিস্তানের সর্বোচ্চ রান ৩৪৪। ৭৯: সর্বোচ্চ রানের মতো সর্বনিম্ন রানও ভারতের, ৭৯। পাকিস্তানের সর্বনিম্ন রান ৮৭। ২৫২৬: দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২৪২৬ রান করেছেন শচীন টেন্ডুলকার। ইনজামাম-উল-হক রান করেছেন ২৪০৩। ১৯৪: দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রান সাঈদ আনোয়ারের। ১৯৪ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। ৫: শচীন টেন্ডুলকার ও সালমান বাট ৫টি করে সেঞ্চুরি করেছিলেন। ৬০: দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। ৬০টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। ৭/৩৭: ৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন আকিব জাভেদ। যা মুখোমুখি লড়াইয়ে সেরা বোলিং ফিগার। ৮৭: সোহেল তানভীর দুই দলের মুখোমুখিতে সবথেকে বাজে বোলিং ‍উপহার দিয়েছেন। ১০ ওভারে ৮৭ রান দিয়ে নেন ১ উইকেট। ৪৪: দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক ক্যাচ নিয়েছেন আজহারউদ্দিন, ৪৪টি। ৭১: মঈন খান সর্বাধিক ডিসমিসাল করেছেন, ৭১টি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন