খেলাধুলা

মেয়েদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন কোচ

ক্রীড়া প্রতিবেদক : সকালে সূর্যের আলো ফুটতে না ফুটতেই রোদের তাপ টের পাওয়া যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ে। সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করে বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত। আজ বুধবার এ সময় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ঘরে। এই তীব্র গরমের মধ্যে বেলা সাড়ে ১১টায় এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে লেবাননের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। খেলা চলে প্রায় ১টা পর্যন্ত। এই তীব্র গরমে কৃত্রিম টার্ফে খেলা কিশোরী মেয়েদের নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন কোচ গোলাম রাব্বানী ছোটন। তবে ভালোভাবে খেলা শেষ করে মাঠ ছাড়ায় খুশি তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘আসলে আজ তীব্র গরমের মধ্যে খেলতে হয়েছে মেয়েদের। ওদের নিয়ে আমি অনেকটা উদ্বিগ্ন ছিলাম। তবে মেয়েরা ভালোভাবেই ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। এতেই আমি খুশি। আমাদের জয় দরকার ছিল। জিতেই আমরা শীর্ষে আছি। এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। যেন নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি।’ প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে হারায় বাংলাদেশ। আজ লেবাননকে হারিয়েছে ৮-০ ব্যবধান। অবশ্য ব্যবধানটা আরো বাড়তে পারত। কিন্তু গোল মিসের কারণে সেটা হয়নি। শামসুন্নাহার-তহুরাদের গোল মিসের ব্যাপারে কোচ বলেন, ‘গোল মিস খেলারই অংশ। এটা এ মুহূর্তে বড় বিষয় নয়। তবে আমরা বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলব, যাতে পরের ম্যাচে গোলের সুযোগ আরও বেশি কাজে লাগাতে পারি।’ শুক্রবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর রোববার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের দ্বিতীয় শক্তিশালী দল ভিয়েতনাম। রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল