খেলাধুলা

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবায় শাহীন চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৮’ তে শাহীন চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শাহীন চেস ক্লাব ৮ খেলায় ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। ১৩ পয়েন্ট নিয়ে ঢাকা নাইটস্ চেস ক্লাব রানার্স-আপ হবার গৌরব অর্জন করেছে। লার্নি চেস একাডেমি ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেছে। একই পয়েন্ট নিয়ে মাসুদ স্পোর্টস চেস ক্লাব চতুর্থ ও ঢাকা চেস ক্লাব পঞ্চম স্থান লাভ করেছে। মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন শাহীন চেস ক্লাব এবং রানার্স আপ ঢাকা নাইটস্ চেস ক্লাব আগামী ২০১৯ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে। ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ দাবা লিগে ৩২টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন শাহিন চেস ক্লাব ২৫ হাজার টাকা, ট্রফি, মেডেল ও ওয়ালটন সামগ্রী, রানার্স-আপ ঢাকা নাইটস্ চেস ক্লাব ১৫ হাজার টাকা, ট্রফি, মেডেল ও ওয়ালটন সামগ্রী, তৃতীয় লার্নিং চেস একাডেমি ১০ হাজার টাকা, ট্রফি, মেডেল ও ওয়ালটন সামগ্রী এবং সেরা মহিলা দল দেবনএয়ার চেস ক্লাব ট্রফি, মেডল ও ওয়ালটন সামগ্রী পুরস্কার লাভ করে।  খেলা শেষে আজ বুধবার বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহিদউল্যা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও দাবা লিগ কমিটির চেয়ারম্যান গাজী সাইফুল তারেক। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান পলাশ ও মাসুদুর রহমান মল্লিক দিপু এবং এ দাবা লিগের প্রধান বিচারক মো. হারুন অর রশিদ। আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত অষ্টম বা শেষ রোউন্ডের খেলায় খলায় শাহীন চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে মাসুদ স্পোর্টস চেস ক্লাবের সাথে ড্র করে। শাহিন চেস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে শেখ রাশেদুল হাসান, জাবেদ আল আজাদ, মো. মাসুম হোসেন, অভিক সরকার, এম,এম, জহিরুল ইসলাম ও মো. বাশারুল আলম। ১৩ পয়েন্ট নিয়ে ঢাকা নাইটস্ চেস ক্লাব রানার্স-আপ হবার গৌরব অর্জন করেছে। ঢাকা নাইটস চেস ক্লাবের পক্ষে অংশ নেন মোঃ তৈয়বুর রহমান মিলন, ফরহাদুর ইমাম, দেলোয়ার হোসেন, এস, এ, এম, নাসের, নাহিদ পারভেজ সাগর ও সাজ্জাদ কিশোর। লার্নি চেস একাডেমি ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে। একই পয়েন্ট নিয়ে মাসুদ স্পোর্টস চেস ক্লাব চতুর্থ ও ঢাকা চেস ক্লাব পঞ্চম স্থান লাভ করে। লার্নিং চেস একাডেমির পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে আমির হোসেন, সব্যসাচী মন্ডল, মোঃ মনিরুজ্জামান মাসুদ, ইয়াসির আলী খান ইভান, কাজী তাহেরুল ইসলাম ও ইপশা আজাদ। দশ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশ ষষ্ঠ, ক্রিসেন্ট ক্লাব সপ্তম, ৬৪ স্কোয়ার চেস ক্লাব অষ্টম ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস ক্লাব-ধানমন্ডি নবম স্থান লাভ করে। নয় পয়েন্ট করে ব্র্যাক ইউনিভার্সিটি-রেড দশম, আসাদ চেস ক্লাব একাদশ, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-লায়ন দ্বাদশ ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় চেস ক্লাব ত্রয়োদশ স্থান লাভ করে। বোর্ড পুরস্কার লাভ করেন যথাক্রমে- ১ম বোর্ড-দিবাকর দিব্য (এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-উত্তরা, ২য় বোর্ড-জাবেদ আল আজাদ (শাহিন চেস ক্লাব), ৩য় বোর্ড-এ,কে,এম, কামারুজ্জামান (৬৪ স্কোয়ার চেস ক্লাব), ৪র্থ বোড-চানু মিয়া (ঢাকা চেস ক্লাব), অতিরিক্ত-১ নাহিদ পারভেজ সাগর (ঢাকা নাইটস্ চেস ক্লাব) ও অতিরিক্ত-২ ইমাম হোসেন (বাংলাদেশ শিশু একাডেমি)। এবারের এই প্রতিযোগিতার রেডিও পার্টনার ছিল রেডিও টুডে। আর অনলাইন পার্টনার ছিল দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল