খেলাধুলা

রোনালদোর লাল কার্ড ‘হাস্যকর’: পিয়ানিচ

ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবের হয়ে এর আগে বিশ্ব কাঁপিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

চ্যাম্পিয়নস লিগে এর আগে ১৫৩ ম্যাচ খেললেও কখনো লাল কার্ড পেতে হয়নি তাকে। কিন্তু জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই লাল কার্ডের কলঙ্ককে সঙ্গী করলেন রোনালদো। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রোনালদোকে রেফারির এমন লাল কার্ডকে ‘হাস্যকর’ বললেন জুভেন্টাস তারকা মিরালেম পিয়ানিচ। ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তাল্লায় ম্যাচের প্রথমার্ধেই লাল কার্ডের শিকার হয়েছেন রোনালদো। ম্যাচের ২৯ মিনিটে পড়ে যাওয়া ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার জেসন মুরিয়োকে মাথায় ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন রোনালদো। তবে দল শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেলেও রোনালদোর লাল কার্ডে মর্মাহত হয়েছেন পিয়ানিচ। ম্যাচ শেষে বসনিয়া-হার্জেগোভিনার এ মিডফিল্ডার বলেন, ‘ফুটবল অদ্ভূত এক খেলা। আমরা ম্যাচ শুরু হওয়ার পর ৪-০ গোলে এগিয়ে যেতে পারতাম, তারপর সেই হাস্যকর লাল কার্ড আসে। এটা ২০১৬ সালে লিয়নের বিপক্ষে ম্যাচের মতো হয়েছিল। তবে আমরা আমাদের গতি খুঁজে পেয়েছিলাম। এ নিয়ে আমারা আলোচনা করে ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলাম। আমাদের আবারো সেটা করতে হবে।’ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্রথমবারের মতো লাল কার্ড দেখায় চোখে জল নিয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। লাল কার্ডের ফলে আগামী ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে নিষিদ্ধ হতে পারেন রোনালদো। রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/শামীম