খেলাধুলা

ভুটানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ভুটানে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। যেখানে ছয়টি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য লড়বে। এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী বুধবার ভুটান যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল। যথারীতি বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। ভুটান যাওয়ার আগে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দল। সেখানে দল ঘোষণার পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, মহিলা উইং এর চেয়ারম্যান এবং ফিফার নির্বাচিত সদস্য মিস মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন, টেকনিক্যাল অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর পল থমাস স্মলি, বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক মোসাম্মত মিসরাত জাহান মৌসুমি ও মারিয়া মান্ডা। সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে মৌসুমী-মারিয়াদের প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হলেও ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এদিন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। ৫ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, স্বাগতিক ভুটান ও মালদ্বীপ। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা নিজেদের সরিয়ে নেয়। সংবাদ সম্মেলনে সাফে দেশবাসীকে ভালো ফল উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই অনুশীলনের মধ্যেই আছি। সিনিয়র এবং এএফসিতে বর্তমানে যারা খেলতেছে তাদের নিয়েই দল গঠন করা হয়েছে। ২৩ জনের দলে ১০ জন সিনিয়র ও ১৩ জন জুনিয়র খেলোয়াড় নিয়ে আমরা দল গঠন করেছি। আমি মনে করি ভালো সমন্বয় হয়েছে। তাদের মধ্যে ভালো বোঝাপোরা আছে। তারা দীর্ঘদিন একসঙ্গে আছে। সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আশা করি আমরা দেশবাসীকে ভালো একটা রেজাল্ট এনে দিতে পারব।’ সাফে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দলের অধিনায়ক মোসাম্মদ মিসরাত জাহান মৌসুমি শিরোপা জেতার বিষয়টি এখনই ঘোষণা না দিলেও ফাইনাল খেলার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন, ‘এই টুর্নামেন্টকে সামনে রেখে আমরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছি। আমাদের যে দল ঘোষণা করা হয়েছে সেখানে আমরা সবাই দীর্ঘদিন ধরে একসঙ্গেই আছি। বয়সে অনূর্ধ্ব-১৫ আর অনূর্ধ্ব-১৮ হলেও আমরা কিন্তু প্রথম থেকেই একসঙ্গে আছি। আমাদের অনুশীলন, পরিশ্রম থেকে আমরা আত্মবিশ্বাসী যে ফাইনাল খেলতে পারব।’ ওয়ালটন গ্রুপের এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা বরাবরের মতোই বাংলাদেশ মহিলা ফুটবল দলের সঙ্গে আছি। সিনিয়র এবং জুনিয়র খেলোয়াড়দের সমন্বয়ে যে দলটি গঠন করা হয়েছে এই দলটি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য অর্জন করেছে। তারা ভালো খেলেছে। আশা করব এই টুর্নামেন্টেও ভালো করবে তারা। বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকল। আর সাফে বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তাদেরকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।’ এক বক্তব্যে মিস মাহফুজা আক্তার কিরণ ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানান। বরাবরের মতো মেয়েদের ফুটবলের পাশে দাঁড়ানোয় ওয়ালটন গ্রুপের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২৩ সদস্যের বাংলাদেশ দল : মাহমুদা আক্তার, রূপনা চাকমা, রুকসানা বেগম, মাসুরা পারভীন, শিউলি আজিম, মোসাম্মদ আঁখি খাতুন, সাজেদা খাতুন, শামসুন্নাহার, আনাই মোগিনি, নাজমা, রিতু পর্না চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা, মারিয়া মান্ডা, মোসাম্মদ মিসরাত জাহান মৌসুমি, মোসাম্মদ ইসরাত জাহান রত্না, মনিকা চাকমা, মার্জিয়া, সানজিদা আক্তার, তহুরা খাতুন, মোসাম্মদ সিরাত জাহান স্বপ্না, শ্রীমতি কৃষ্ণারাণী সরকার, মোসাম্মদ রাজিয়া খাতুন ও অনুচিং মোগিনি। রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল