খেলাধুলা

ম্যানচেস্টার সিটিতে আরও এক বছর অ্যাগুয়েরো

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টাইন ফরোয়ার্ড ২০২১ সাল পর্যন্ত থাকবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে। নতুন করে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেছেন অ্যাগুয়েরো। ২০২০ পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল তার। নতুন করে এক বছরের চুক্তি বাড়িয়েছে দুই পক্ষ। অ্যাগুয়েরোর ম্যানচেস্টার সিটিতে থাকা নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। ২০১১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ২৯ বছর বয়সি অ্যাগুয়েরো। চুক্তির সময় জানানো হয়নি, কত বছরের জন্য সিটির সঙ্গে চুক্তি করেছেন তিনি। বিশেষ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায় ২০২০ পর্যন্ত সিটিতে থাকবেন অ্যাগুয়েরো। তাদের তথ্যই শেষ পর্যন্ত সঠিক হল। শুরুতে ২০২০ পর্যন্ত ‍চুক্তি হয়েছিল। এবার সেই চুক্তি আরও এক বছর বাড়ানো হয়েছে। সিটিতে ভালো সময় কাটানোয় দলটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন অ্যাগুয়েরো। তবে কোচ পেপ গার্দিওলার সঙ্গে তার যে খুব ভালো সম্পর্ক তেমনটাও নয়। তবে কাতালান কোচের সংস্পর্শে গার্দিওলার পারফরম্যান্সের উন্নতি হয়েছে। অ্যাগুয়েরোও বিশ্বাস করেন, শেষ দুই বছরে তার পারফরম্যান্সের যথেস্ট উন্নতি হয়েছে গার্দিওলার কারণে। চুক্তি হওয়ার পর অ্যাগুয়েরো বলেছেন,‘আরও এক বছরের জন্য সিটিতেই থাকছি। আমি বেশ খুশি। শুরু থেকেই আমার ইচ্ছা ছিল ১০ বছর কাটানো। সেই সুযোগটি পেয়ে গেলাম।’ ‘আমি বেশি খুশি কারণ, সিটিতে যোগ দেওয়ার পর থেকেই আমি দারুণ সমর্থণ পাচ্ছি। আমি সবকিছু নিয়েই খুশি। অনুশীলনের পর্যাপ্ত ‍সুযোগ পাচ্ছি। আমার সতীর্থরা আমাকে সহযোগীতা করছে সবসময়। স্টাফ এবং ম্যানেজমান্ট প্রত্যেকের থেকেই ভালোবাসা পাচ্ছি।’ সিটির ফুটবল ডিরেক্টর টিক্সিকি বেজিরস্টেইন বলেছেন,‘আমরা ভালো দল। আমরা শতভাগ দিয়ে আমাদের ঘর গোছানোর চেষ্টা করি। অ্যাগুয়েরো আরও এক বছর সিটিতে থাকছে। এটা আমাদের জন্য দারুণ খবর।’ রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন