খেলাধুলা

মেসি ও রোনালদো ফুটবলকে অসম্মান করছেন

ক্রীড়া ডেস্ক : লন্ডনে জমজমাট আয়োজনে গতকাল শেষ হয়েছে ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। কিন্তু মর্যাদার এত বড় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সময়ের সেরা দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এমন আয়োজনে তাদের অনপুস্থিতিকে ফুটবলের প্রতি অসম্মান বলে জানিয়েছেন ফিফার এক প্রতিনিধি। ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় নাম থাকলেও ফিফার অনুষ্ঠানে না থাকার কথা আগেই জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে তালিকায় না থাকা মেসি শুরুতে আসার কথা বললেও শেষ সময়ে সিদ্ধান্ত পাল্টান। গ্রহের অন্যতম সেরা এই দুই ফুটবলারের এমন আচরণে হতাশ ফিফার কর্তাব্যক্তিরা। লন্ডনে মেসি ও রোনালদো যোগ না দেওয়ায় তাদের সমালোচনা করে ফিফার এক প্রতিনিধি বলেন, ‘তারা (মেসি ও রোনালদো) ফুটবলকে অসম্মান করছেন। তারা যে এটা করছেন তা উপলব্ধিও করতে পারছেন না।’ মেসি ও রোনালদোর বলয় ভেঙে এবার ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপার সঙ্গে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যাওয়ার বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জেতেন মডরিচ। ফলে ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড ছাড়াও এর আগে উয়েফার মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ক্রোয়াট এ মিডফিল্ডার। রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/শামীম