খেলাধুলা

ওয়ালটন জাতীয় মহিলা হকির উদ্বোধনী দিনে খুলনার জয়

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা-২০১৮’। এবারের এই প্রতিযোগিতায় দুই গ্রুপে সাতটি দল অংশ নিয়েছে। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১ অক্টোবর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। উদ্বোধনী দিনে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বরিশাল বিভাগ রাজশাহী বিভাগের সাথে গোলশুন্য ড্র করে। দিনের অপর ম্যাচে খুলনা বিভাগ ৪-০ গোলে ময়মনসিংহ বিভাগকে পরাজিত করে। খুলনা বিভাগের পক্ষে সাদিয়া বেগম ২টি (৭মি, ৩৮মি) ও কিমি ২টি গোল (৩৬মি, ৫৭মি) করেন। তার আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড এডমিন) এসএম জাহিদ হাসান, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামীকাল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মুখোমুখি হবে ঢাকা ও রংপুর বিভাগ। দুপুর দেড়টায় রাজশাহী বিভাগ মুখোমুখি হবে ময়মনসিংহ বিভাগের। আর বিকেল সাড়ে তিনটায় তৃতীয় ম্যাচে লড়বে খুলনা ও বরিশাল বিভাগ।

 

এবারের এই প্রতিযোগিতা সাতটি দলকে দুই গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগ। ‘খ’ গ্রুপে রয়েছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও রংপুর বিভাগ। ২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ৩০ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ১ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ৬০ হাজার ও রানার্স-আপ দল ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে। পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার জন্যও থাকছে প্রাইজমানি, ক্রেস্ট ও ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স। এই টুর্নামেন্টে যারা ভালো করবে তাদের নিয়ে গঠন করা হবে মহিলা হকির জাতীয় দল। ২০১২ আয়োজিত প্রথম জাতীয় মহিলা হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল নড়াইল জেলা মিউনিসিপ্যাল স্কুল, রানার্স-আপ হয়েছিল দিনাজপুর জেলা। ২০১৩ সালে আয়োজিত দ্বিতীয় জাতীয় মহিলা হকি প্রতিযোগিতায় আবারো চ্যাম্পিয়ন হয় নড়াইল জেলা মিউনিসিপ্যাল স্কুল। রানার্স-আপ হয় দিনাজপুর জেলা। আর ২০১৫ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় মহিলা হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ঝিনাইদাহ জেলা। আর রানার্স-আপ হয়েছিল নড়াইল জেলা। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল