খেলাধুলা

ভারতকে ২৫৩ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : ভারতের ফাইনাল আর আফগানিস্তানের বাড়ি ফেরা নিশ্চিত হয়েছে আগেই। এশিয়া কাপে সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে আজ মাঠে নামে এ দু’দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ শাহজাদের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছে আফগানরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে আজও নিজেদের সামর্থ্যের প্রমান দেখিয়েছে আফগানিস্তান। দলের অন্যরা ব্যর্থ হলেও শক্তিশালী ভারতের বিপক্ষে আফগানদের হয়ে আজ একাই লড়াই করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিতে সম্মানজনক পুঁজি পেয়েছে আফগানরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ২৫২ রান করেছে আফগানিস্তান। আফগানিস্তানের ২৫২ রানের পুঁজির ১৮৮ রানই এসেছে শাহজাদ ও মোহাম্মদ নবীর ব্যাট থেকে। ব্যক্তিগত সর্বোচ্চ ১২৪ রান করতে ১১৬টি বল মোকাবিলা করেন শাহজাদ। কয়েকবার জীবন পাওয়া শাহজাদ তার এ ইনিংস সাজাতে ১১টি চার ৭টি ছক্কার মার মারেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান আসে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। বাকিদের মধ্যে নাজিবুল্লাহ জাদরান ২০, গুলবাদিন নাইব ১৫ ও রশিদ খান ১৫ রান করেন। বল হাতে ভারতে হয়ে রবীন্দ্র জাদেজা সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। ২টি উইকেট পেয়েছেন কুলদ্বীপ যাদব। এছাড়া খলিল আহমেদ, দীপক চাহার ও কেদার যাদব একটি করে উইকেট নেন। এশিয়া কাপে এটাই আফগানদের শেষ ম্যাচ হলেও পুরো টুর্নামেন্টে ক্রিকেট ভক্তদের ভালোবাসা কুঁড়িয়েছে দলটি। সুপার ফোরে উঠার লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল দলটি। এরপর সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচেও তাদের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে বেশ কষ্ট করতে হয়েছিল মাশরাফি-মাহমুদউল্লাহ-মুস্তাফিজদের। রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/শামীম