খেলাধুলা

এক মাস মাঠের বাইরে ইসকো

ক্রীড়া ডেস্ক : বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় অস্ত্রোপচারের কারণে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মিডফিল্ডার ইসকো। রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে এসে ব্যথার কথা জানান ইসকো। কোচিং স্টাফ ও মেডিক্যাল টিমকে জানান, তিনি অনুশীলন করতে পারবেন না। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। পরে অস্ত্রোপচার করানো হয়। আগামী এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর ধীরে ধীরে সেরে উঠবেন। আশা করা হচ্ছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহের পর অনুশীলন শুরু করতে পারবেন তিনি। এই সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে কমপক্ষে চারটি ও স্পেনের জার্সিতে দুটি ম্যাচে খেলতে পারবেন না এই মিডফিল্ডার।  রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/পরাগ