খেলাধুলা

ব্রাজিলের বিপক্ষে মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল

ক্রীড়া ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে আগামী মাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা।  সৌদি আরবে আসন্ন সফরের জন্য লিওনেল মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ ছাড়াও সৌদি আরব সফরে গিয়ে ইরাকের বিপক্ষেও একটি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। ওই দুই ম্যাচের জন্য ৩১ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসি দলে না থাকলেও অক্টোবরে সৌদি আরব সফরে দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটিতে খেলা আর্জেন্টিনার সেন্টার-ব্যাক নিকোলাস ওটামেন্ডি। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে হেরে বাদ পড়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ৪-৩ গোলে আসর থেকে ছিটকে পড়ে দেশের জার্সিতে এখনো মাঠে নামেননি মেসি। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে মেসিকে ছাড়াই  গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় এবং কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে মেসি ঠিক কবে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে মেসির ফেরা নিয়ে আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ স্কালোনি বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমরা একমত হয়েছি যে মেসির ফেরার জন্য এটাই সঠিক সময় নয়।’ আগামী মাসের ১১ তারিখে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর পাঁচদিন পরই সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। সৌদি আরব সফরে আর্জেন্টিনা দল গোলরক্ষক : সার্জিও রোমেরো, হেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি। ডিফেন্ডার : নিকোলাস ওটামেন্ডি, রামিরো ফুনেস মোরি, জার্মান পিজ্জেলা, ওয়াল্টার কান্নেমান, হুয়ান ফইথ, নিকোলাস তালিয়াফিকো, অ্যালান ফ্রাঙ্কো, ফাব্রিসিও বুস্তোস, রেনসো সারাভিয়া। মিডফিল্ডার : সান্তিয়াগো আসকাসিবার, লিওনার্দো পারেদেস, জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো ভাসকেস, রদ্রিগো ডি পল, রবের্তো পেরেইরা, এডুয়ার্ডো সালভিও, ফ্রাঙ্কো সেরভি, রদ্রিগো বাত্তালিয়, মার্কোস আকুনা, ম্যাক্সি মেজা, এজেকুয়েল পালাসিও। ফরোয়ার্ড : ক্রিস্টিয়ান পাভোন, গঞ্জালো মার্টিনেজ, পাওলো দিবালা, মাউরো ইকার্দি, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল কোররেয়া, জিওভান্নি সিমিওনে। রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৮/শামীম