খেলাধুলা

বিশ্ব দাবা অলিম্পিয়াডে রোমানিয়া ও ওয়েলসকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : জর্জিয়ার বাতুমি শহরে চলমান ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৪ সিডেড বাংলাদেশ দল ২.৫-১.৫ গেম পয়েন্টে ২১ নং সিডেড সব গ্র্যান্ডমাস্টার নিয়ে গড়া শক্তিশালী রোমানিয়াকে পরাজিত করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অষ্টম রাউন্ডে বাংলাদেশ মহিলা দলও জয় পেয়েছে। তারা ২.৫-১.৫ গেম পয়েন্টে ওয়েলসকে পরাজিত করেছে। জর্জিয়ার স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দলের পক্ষে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২২৮৩) রোমানিয়ার গ্র্যান্ডমাস্টার ভাডা লেভেনটিকে (রেটিং-২৫৫১) পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব (রেটি-২৪৭২) রোমানিয়ার গ্র্যান্ডমাস্টার লুপুলেস্কো কন্সটেনটিনের সাথে (রেটি-২৬০৬) সাথে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটি-২৪৭৭) রোমানিয়ার গ্র্যান্ডমাস্টার পারলিগ্রাস মিরসিয়া এমিলিয়ানের (রেটি-২৬২৩) সাথে ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (রেটি-২৪৫২) রোমানিয়ার গ্র্যান্ডমাস্টার চিরিলা লোয়ান ক্রিস্টিয়ানের (রেটি-২৫৭৬) সাথে ড্র করেন। অষ্টম রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে বাংলাদেশ দল ৮ খেলায় ১১ পয়েন্ট অর্জন করেছে। অষ্টম রাউন্ডে বাংলাদেশ মহিলা দলও জয় পেয়েছে। মহিলা দল ২.৫-১.৫ গেম পয়েন্টে ওয়েলসকে পরাজিত করেছে। বাংলাদেশ মহিলা দলের পক্ষে মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৭৪) ওয়েলসের মহিলা ক্যান্ডিডেট মাস্টার শিবারাজাসিঙ্গাম ভেসিটিয়াকে (রেটিং-১৭৭১) ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯০৯) মহিলা ক্যান্ডিডেট মাস্টার ক্যাম্প ইমোজেনকে (রেটিং-১৯৪০) পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা (রেটিং-১৮৩৮) মহিলা ক্যান্ডিডেট মাস্টার শিবারাজাসিঙ্গাম সায়ান্নার (রেটিং-১৭৮৮) সাথে ড্র করেন। মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন (রেটিং-২০২০) মহিলা ফিদে মাস্টার রিচমন্ড জেইনের (রেটিং-২০৫৪) কাছে হেরে যান। বাংলাদেশ মহিলা দল ৮ খেলায় ৯ পয়েন্ট অর্জন করেছে। আজ বুধবার নবম রাউন্ডের খেলা বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হয়েছে। নবম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল স্পেনের সাথে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল চিলির মহিলা দলের সাথে খেলবে। রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৮/আমিনুল