খেলাধুলা

শচীনকে পেছনে ফেলে ব্র্যাডম্যানের পরই কোহলি

ক্রীড়া ডেস্ক : টেস্টে সবচেয়ে কম ইনিংস খেলে ২৪টি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। তিনি মাত্র ৬৬ ইনিংস খেলেই দুই ডজন সেঞ্চুরি করেছিলেন। তার এই রেকর্ড এখনো ছুঁতে পারেনি কেউ। কখনো ছুঁতে পারবে কিনা সেটা নিশ্চিত করে বলা যায় না। তবে এক্ষেত্রে ব্র্যাডম্যানের পরই অবস্থান নিয়েছেন ভারতের ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি টেস্ট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর এটা করতে তিনি খেলেছেন মাত্র ১২৩ ইনিংস। যা ব্র্যাডম্যানের পর দ্বিতীয় দ্রুততম। এক্ষেত্রে কোহলি পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। শচীন ১২৫ ইনিংস খেলে ২৪টি সেঞ্চুরি করেছিলেন। ভারতের আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কার ১২৮ ইনিংস খেলে করেছিলেন ২৪টি টেস্ট সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ২৪টি সেঞ্চুরি করতে খেলেছিলেন ১৩২ ইনিংস। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ খেলেছিলেন ১৩৫ ইনিংস। আর স্যার গ্যারি সোবার্সকে ২৪ সেঞ্চুরি করতে খেলতে হয়েছিল ১৪১ ইনিংস। শুধু তাই নয় ভারতে টানা পাঁচ ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। ভারতে তার খেলা সবশেষ পাঁচ ইনিংসের চারটিতেই সেঞ্চুরি করেছেন। তার মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি ও একটি ফিফটিও আছে। ইনিংসগুলো হল ১০৪*, ২১৩, ২৪৩, ৫০ ও ১৩৯। টানা পাঁচ ইনিংস সর্বোচ্চ ৭৪৯ রান করেছেন তিনি। তার আগে বীরেন্দ্রর শেবাগ (২০০৯-১০ মৌসুম) ৭১৪, ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস (১৯৪৮-৪৯) ৬৭৫, দিলীপ ভেংসরকার (১৯৮৬-৮৭) ৬৩৬ রান করেছিলেন টানা পাঁচ ইনিংসে।

রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৮/আমিনুল