খেলাধুলা

ভারতের ষষ্ঠ নাকি শ্রীলঙ্কার প্রথম?

ক্রীড়া প্রতিবেদক : সপ্তম যুব এশিয়া কাপের পর্দা নামবে রোববার। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি শুরু হবে আগামীকাল দুপুর সাড়ে ১২টায়।  স্টার স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। সেমিফাইনালে বাংলাদেশকে ২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আফগানিস্তানকে ৩১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

 

যুব এশিয়া কাপের সপ্তম আসর এটি। ভারতের সামনে ষষ্ঠ শিরোপা জয়ের হাতছানি। এর আগে পাঁচবার শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা চতুর্থবারের মতো উঠল ফাইনালে। কিন্তু তারা শিরোপা জিতেননি। ভারত বাদে এশিয়া কাপে একবার চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। দুই দল এশিয়া কাপে এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে ভারত ও শ্রীলঙ্কা। সেমিফাইনালে শ্রীলঙ্কা হেসে খেলে জিতলেও ভারত জয় পেতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। বাংলাদেশের বিপক্ষে মাত্র ২ রানে জয় পেয়েছে তারা।

 

ফাইনালের আগে শনিবার মিরপুরে অনুশীলন করে দুই দল। দুই দলের অধিনায়ক শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন। রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৮/ইয়াসিন