খেলাধুলা

বিলাল আসিফের ঘূর্ণিতে দিশেহারা অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : ৩৩ বছর বয়সে পাকিস্তান টেস্ট দলে অভিষেক বিলাল আসিফের। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন তিনি। ঘূর্ণি যাদুতে একাই ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ধসিয়ে দিয়েছেন এ অলরাউন্ডার। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের প্রথম ইনিংসে ৪৮২ রানের বিশাল সংগ্রহের পর অস্ট্রেলিয়ার লিডের প্রত্যাশায় ছিল দলটির সমর্থকরা। কিন্তু লিড দূরের কথা বিলাল আসিফের ঘূর্ণিতে পথ হারিয়ে ২০২ রানে থামতে হয়েছে তাদের। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। চতুর্থ দিনে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার সামনে এখন লিড ৩২৫ রানের। শেষপর্যন্ত ২০২ রানে গুটিয়ে গেলেও শুরুটা খারাপ ছিল না অস্ট্রেলিয়ার। অসি দুই ওপেনার অ্যারন ফিঞ্চ আর উসমান খাজা মিলে ১৪২ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। কিন্তু তাদের আউটের পর দুমড়ে-মুচড়ে যায় অসিদের প্রথম ইনিংস। উদ্বোধনী দুই ব্যাটসম্যানের পর  টপ, মিডল আর লোয়ার অর্ডারের ৮ ব্যাটসম্যান মিলে করেন মাত্র ৬০ রান।

 

অ্যারন ফিঞ্চ অভিষেকেই খেলেন অর্ধশত রানের ইনিংস। ১৬১ বলে আট চারে করেন ৬২ রান। আরেক ওপেনার উসমান খাজা করেন ১৬১ বলে ৬২ রান। তাদের সাজঘরে ফেরার পর বাকিরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। বল হাতে পাকিস্তানের হয়ে অভিষিক্ত বিলাল আসিফের ৬ উইকেটের সঙ্গে বাকি ৪টি উইকেট নেন  মোহাম্মদ আব্বাস। অভিষেক ম্যাচেই  ৬ উইকেট নেয়ার কৃতিত্ব গড়লেন বিলাল আসিফ। ২১.৩ ওভার বল করে মাত্র ৩৬ রান দিয়ে নেন ৬ উইকেট তিনি। তার সঙ্গে ১৯ ওভারে ৯ মেডেন ২৯ রানের খরচায় ৪টি উইকেট নেন মোহাম্মদ আব্বাস। রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৮/শামীম