খেলাধুলা

‘আমাদের গোটা পরিবারই ফুটবল খেলা পরিবার’

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের পর্দা নেমেছে শুক্রবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে তাজিকিস্তানকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে পঞ্চম আসরের শিরোপা জিতেছে ফিলিস্তিন। খেলা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ হাসিনা তাদের গোটা পরিবারকে ফুটবল খেলা পরিবার উল্লেখ করে বলেন, ‘আমার বাবা ফুটবল খেলতেন। তিনি ওয়ান্ডারার্স ক্লাবের স্ট্রাইকার ছিলেন। আমার ভাই শেখ কামাল ও শেখ জামাল ফুটবল খেলেছে। এরপর আমার নাতি-পুতি যারা আছে তারাও ফুটবল খেলে। আমার ছেলে জয়, জয়ের মেয়ে সোফিয়া ফুটবল খেলে। পুতুলের ছেলে যারিফ ফুটবল খেলে। রেহানার ছেলে রেদোয়ান, রেদোয়ানের ছেলেও ফুটবল খেলে। আমাদের গোটা পরিবারই ফুটবল খেলা পরিবার, এটা আপনারা ধরে নিতে পারেন।’ তিনি আরো বলেন, ‘আমি সত্যিই খুব আনন্দিত যে এই গোল্ডকাপ টুর্নামেন্ট আজকে সফলভাবে শেষ হচ্ছে। আমরা সব সময় মনে করি, ফুটবল হচ্ছে সবথেকে জনপ্রিয় খেলা। আমাদের হাটে-মাঠে-ঘাটে সবখানেই এই খেলা। কাজেই এই খেলা আরো উন্নত হোক সেটা আমরা চাই।’ রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৮/আমিনুল/রফিক