খেলাধুলা

‘ফুটবলের উন্নয়নে যা যা করণীয় করব’

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর শেষ হয়েছে শুক্রবার। ফাইনালে তাজিকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফিলিস্তিন। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার বিতরণ শেষে তিনি জানিয়েছেন বাংলাদেশে ফুটবলের উন্নয়নে যা যা করণীয় সেটা তিনি করবেন। তিনি ফুটবলে বাংলাদেশের মেয়েদের সাফল্যের প্রশংসা করেন এবং আশা ব্যক্ত করেন যে, ছেলেরা ভবিষ্যতে আরো ভালো করবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের মেয়েরা, মেয়ে ফুটবল টিম; সেটা অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮, তারা ইতিমধ্যে ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমি আশা করি, আমাদের ছেলেরাও পিছিয়ে থাকবে না। ছেলেরাও ভবিষ্যতে আরো ভালো করবে, এগিয়ে যাবে, সেটাই আমরা আশা করছি। এই খেলাটাকে আরো উন্নতমানের করতে এবং ট্রেনিং নিতে যা যা করণীয় সেটা আমরা করব।’ সবাইকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে আরো একবার ধন্যবাদ দিচ্ছি যে, এই মুষলধারে বৃষ্টির মাঝেও যে দর্শকরা এসেছে এবং যারা টেলিভিশনে দেখেছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। খেলাধুলা এগিয়ে যাক সেটাই আমরা চাই। সবাইকেই আন্তরিক ধন্যবাদ। আবারো আমরা আমাদের যারা অতিথি যেমন: ফিলিস্তিন চ্যাম্পিয়ন হয়েছে, তাজিকিস্তান রানার্স-আপ হয়েছে তাদেরকে আমি অভিন্দন জানাই। সেই সাথে সাথে অন্যান্য যেসব দেশ ও দেশের খেলোয়াড়রা এসেছে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নিয়েছে তাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৮/আমিনুল/রফিক