খেলাধুলা

৩৫ রানে অলআউট মিসবাহ-আকমলরা

ক্রীড়া ডেস্ক : কায়েদ-ই-আজম ট্রফির শেষ ছয় মৌসুমের পাঁচবারই শিরোপা জিতেছে তারা। এবারের মৌসুমে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে জিতছে চারটি, একটি ড্র। পুল ‘এ’তে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে তারা। সেই সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেড ষষ্ঠ ম্যাচে অলআউট হয়েছে মাত্র ৩৫ রানে! এই দলে কারা ছিলেন জানেন? পাকিস্তানের হয়ে টেস্ট খেলা চার ক্রিকেটার- মিসবাহ উল হক, তৌফিক উমর, আদনান আকমল ও বিলাওয়াল ভাট্টি। দলের অধিনায়ক মিসবাহ ডাক মেরেছেন। শূন্য রানে আউট হয়েছেন ওপেনার তৌফিকও। তার ওপেনার সঙ্গী ইমরান বাটও রানের খাতা খুলতে পারেননি। আদনান করেছেন ৩। দুই অঙ্কে যেতে পেরেছেন শুধু বিলাওয়াল (১৫)। সর্বোচ্চ ৩৫ বল খেলেছেন আলী ওয়াকাস (৯)। ইনিংসে ডাক মেরেছেন সব মিলিয়ে পাঁচজন। অপরাজিত থাকা আসাদ আলীও রানের খাতা খুলতে পারেননি। শুক্রবার ফয়সালাবাদে মিসবাহর দলের ইনিংস গুঁড়িয়ে গিয়েছেন মূলত হাবীব ব্যাংক লিমিটেডের জুনাইদ খান। ২৮ বছর বয়সি বাঁহাতি পেসার প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা ১৭ রানে ৭ উইকেট নিয়েছেন। খুররম শেহজাদ ২টি ও উমর গুল নিয়েছেন একটি উইকেট।  রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৮/পরাগ