খেলাধুলা

মরিনহোর সঙ্গে কাজ করতে চান হ্যাজার্ড

ক্রীড়া ডেস্ক: চেলসির ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড জানিয়েছেন, পুনরায় তিনি প্রাক্তন বস জোসে মরিনহোর সঙ্গে কাজ করতে চান। ২৭ বছর বয়সি বেলজিয়ামের এ ফরোয়ার্ড ২০১২ সাল থেকে চেলসিতে রয়েছেন। ২০১৪-১৫ মৌসুমে মরিনহোর তত্ত্বাবধানে ইংলিশ প্রিয়িমার লিগ জিতেছিলেন হ্যাজার্ড। ২০১৬-১৭ মৌসুমে একই শিরোপা পেয়েছিলেন অ্যান্থোনিও তত্ত্বাবধানে। বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে মরিনহো। আগামী ২০ অক্টোবর চেলসির পরবর্তী ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচের আগে দুই দলের লড়াই নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে। হ্যাজার্ড এইচএলএনকে বলেছেন,‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোন কোচের সঙ্গে পুনরায় কাজ করতে চাই তাহলে আমি মরিনহোর নাম বলবো। মরিনহো ডিফেন্সিভ কোচ যে কিনা সব সময় ফলাফলের জন্য মুখিয়ে থাকে।’   সম্প্রতি পেপ গার্দিওলা মরিনহোকে ‘দুঃসাহসিক’ বলে মন্তব্য করেছেন। বিষয়টি মানতে নারাজ হ্যাজার্ড। তার ভাষ্য,‘আমরা যেবার চ্যাম্পিয়ন হয়েছি সেবার আমরা অনেক গোল করেছি এবং অনেক ভালো ভালো ম্যাচ জিতেছি। দুঃসাহসিক কোনো বিষয় ছিল না। আমরা পরিকল্পনা করে ম্যাচ খেলেছি।’ মরিনহোর ছায়ায় দুই বছর খেলেছেন হ্যাজার্ড। ২০১৪-১৫ মৌসুমে মরিনহোর তরুপের তাস ছিলেন হ্যাজার্ড। ১৪ গোল করেছিলেন হ্যাজার্ড একাই। ওই বছর পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু ২০১৫ সালে বাজে সময় কাটান মরিনহো ও হ্যাজার্ড। চেলসি ১৬তম স্থানে থেকে লিগ শেষ করে এবং হ্যাজার্ড ২৪ ম্যাচ ছিলেন গোলশূন্য। ওই সময়টাকে সবথেকে বাজে বলছেন হ্যাজার্ড। তার মতে,‘আমি মরিনহোর আন্ডারে শেষ ছয় মাস বাজে সময় কাটিয়েছে। আমার ভুলের কারণেই আসলে বাজে সময় গিয়েছি। শিরোপা জয়ের পর আমি মরিনহোর থেকে বাড়তি ছুটি চেয়েছিলাম। ছুটি কাটানোর পর আমি বাজে ভাবে ব্যাক করি। শরীরের ওজন বেড়ে গিয়েছিল। পাশাপাশি আমি অফফর্মে ছিলাম।’  চলতি মৌসুমে দারুণ করছে চেলসি। আট ম্যাচে ছয়টি জিতেছে, দুটি ড্র করেছে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি থেকে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে আটে। চেলসি থেকে সাত পয়েন্ট পিছিয়ে মরিনহোর দল। রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/ইয়াসিন