খেলাধুলা

‘জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না জেতার কোনো কারণ দেখি না’

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ খেলবে বাংলাদেশ। কবজির চোট কাটিয়ে তামিম বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তাকে পাওয়া যাবে না। একই অবস্থা সাকিবেরও। বাঁ হাতের কনিষ্ঠায় চোট পাওয়া সাকিব তিন মাসের জন্য মাঠের বাইরে। মাঠে ফিরবেন কবে, তা জানা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের। দুই ক্রিকেটারকে ছাড়া কেমন করবে বাংলাদেশ? জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার সুমন দুই সিরিজকেই চ্যালেঞ্জিং বলেছেন। দুই অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় চিন্তিত টিম ম্যানেজমেন্টও। তবে অতসব ভাবতে চান না সাকিব আল হাসান। তার বিশ্বাস, বাংলাদেশ দুই সিরিজেই ভালো করবে। আর তার বিশ্বাস জন্ম হয়েছে এশিয়া কাপ থেকে। এশিয়া কাপের শুরু থেকে তামিমের সার্ভিস পায়নি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল এবং ভারতের বিপক্ষে ফাইনালে ছিলেন না সাকিব। দলের দুই স্তম্ভকে ছাড়া বাংলাদেশ খেলেছিল ফাইনাল। হাত ফসকে ফাইনাল ম্যাচ বেরিয়ে গেলেও বাংলাদেশ পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছিল। তাই তো সাকিব বলেছেন, ‘আমাদের ছাড়া তো বাংলাদেশ ভালো খেলল। আমি তো কোনো সমস্যা দেখি না।’ নিজেরা না থাকায় বড় কোনো সমস্যা হবে বলে মনে করছেন না সাকিব, ‘আমি আশা করি বাংলাদেশ আরো ভালো করবে। আমি, তামিম ছাড়া যদি এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে, তাহলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না জেতার কোনো কারণ দেখি না।’ দুজনের চোটের কারণে নতুনদের সুযোগ দেখছেন সাকিব। বলেছেন, ‘ইনজুরি আসলে খেলাধুলার অংশ। একজন বা দুইজন খেলোয়াড় সব সময় ফিট থাকবে না। সব সময় খেলতেও পারবে না। সুবিধা হচ্ছে তাদের অনুপস্থিতিতে নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ আসে। আশা করি তারা কাজে লাগাতে পারবে এবং ভালো করবে। সত্যি কথা বলতে কারও জন্য কোনো কিছু অপেক্ষা করে না।’ তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগামীকাল জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকা আসবে। জিম্বাবুয়ে থাকা অবস্থাতেই ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/ইয়াসিন/পরাগ