খেলাধুলা

সালাহর পর চোটে ফন ডিক

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে খেলতে গিয়ে চোটকে সঙ্গী করছেন লিভারপুলের তারকা ফুটবলাররা। আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে মিশরের হয়ে খেলতে নেমে পেশিতে চোট পেয়েছেন দলটির সেরা তারকা মোহাম্মদ সালাহ। এবার আক্রমণভাগের পর রক্ষণভাগের তারকা ভিরজিল ফন ডিকের চোটের কারণে দুঃশ্চিন্তা বাড়ছে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লুপের। গত মাসে লিভারপুলের হয়ে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে পাঁজরে ব্যাথা পেয়েছিলেন ফন ডিক। সেই চোট কিছুটা কাটিয়ে দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন তিনি। নেদারল্যান্ডসের হয়ে উয়েফা নেশনস লিগে খেলতে নেমে আবারো চোটে পড়েন তিনি। শনিবার জার্মানির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল ডাচরা। ওই ম্যাচে পুরো সময় খেলেছিলেন ফন ডিক। ম্যাচের ৩০ মিনিটের সময় দুর্দান্ত এক হেডে গোলও পান লিভারপুল এ ডিফেন্ডার। কিন্তু পাঁজরের চোট গুরুতর না হলেও বেলজিয়ামের বিপক্ষে পরের ম্যাচে নেদারল্যান্ডের হয়ে খেলবেন না তিনি। আগামী মঙ্গলবার প্রীতি ম্যাচের জার্মানির মুখোমুখি হবে রবার্তো মার্টিনেজের নেদারল্যান্ডস। ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে ফন ডিকের না খেলার কথা এক বার্তায় নিশ্চিত করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/শামীম