খেলাধুলা

অস্ট্রেলিয়া সফরে নেই ডুমিনিও

ক্রীড়া ডেস্ক : হাশিম আমলা অস্ট্রেলিয়া সফরে থাকছেন না, তা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যেতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনিও। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া সীমিত ওভারের সিরিজের সময় ডান কাঁধে চোট পেয়েছেন ডুমিনি। এখন দরকার অস্ত্রোপচার। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই, এমজানসি সুপার লিগ টি-টোয়েন্টিতেও খেলা হচ্ছে না ডুমিনির। যেখানে কেপ টাউন ব্লিটজের আইকন খেলোয়াড় ছিলেন ৩৪ বছর বয়সি অলরাউন্ডার। তার বদলি হবেন কুইন্টন ডি কক। নভেম্বরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির জন্য এখনো অবশ্য দল ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। এই সপ্তাহেই দল ঘোষণা করার কথা। আগামী ৩ নভেম্বর পার্থে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অ্যাডিলেড ও হোবার্টে পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর। আর ১৭ নভেম্বর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা হবে ক্যানবেরায়।   রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/পরাগ