খেলাধুলা

আব্বাস-আসিফের বোলিং তোপে ১৪৫ রানে অলআউট অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাস ১২.৪ ওভার বল করে ৪ মেডেনসহ ৩৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। তার সঙ্গে ১০ ওভার বল করে ৩ মেডেনসহ ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বিলাল আসিফ। এই দুই বোলারের বোলিং তোপে ৫০.৪ ওভারে মাত্র ১৪৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। তাতে দ্বিতীয় টেস্টে ১৩৭ রানের লিড পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার ২ উইকেট হারিয়ে ২০ রান তুলে আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৩৬ রানে তৃতীয়, ৫৬ রানে চতুর্থ, ৭৫ রানে পঞ্চম, ৮৫ রানে ষষ্ঠ, ৯১ রানে সপ্তম, ১২৮ রানে অষ্টম, ১৩২ রানে নবম ও ১৪৫ রানে দশম উইকেট হারায় তারা। আসা যাওয়ার মিছিলে ব্যাট হাতে অ্যারোন ফিঞ্চ সর্বোচ্চ ৩৯ রান করেন। ৩৪টি রান করেন মিচেল স্টার্ক। ২৫টি রান আসে ল্যাবাসচাগনির ব্যাট থেকে।

 

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৫৭ রানেই চার-চারটি উইকেট হারিয়েও অভিষিক্ত ফখর জামানের ৯৪ ও অধিনায়ক সরফরাজ আহমেদের ৯৪ রানে ভর করে ২৮২ রান সংগ্রহ করে। রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/আমিনুল