খেলাধুলা

ফেডারেশন কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্ধারণ করা সূচি অনুযায়ী ২৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপের ৩০তম আসর। যথারীতি ফেডারেশন কাপের এবারের আসরেরও টাইটেল স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার তিনি রাইজিংবিডিকে বলেন, ‘১৩টি দল নিয়ে ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ। এবারও ফেডারেশন কাপের টাইটেল স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে, ফুটবলের সাথে তারা ওতোপ্রোতোভাবে যে সম্পর্ক স্থাপন করেছে সেটার ধারাবাহিকতা ধরে রেখেছে। ওয়ালটন গ্রুপ সব সময় আমাদের পাশে থাকায় তাদের ধন্যবাদ জানাই।’ পৃষ্ঠপোষক হওয়ার বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ফুটবলের সঙ্গে ওয়ালটন পরিবারের সম্পর্ক অনেক দিনের। আমরা চেষ্টা করছি সব সময় ফুটবলের পাশে থাকতে। সেটার ধারাবাহিকতা রক্ষা করে আবারো ফেডারেশন কাপের সঙ্গে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও ফুটবল ও ফুটবলারদের উন্নয়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন গ্রুপ সব সময় পাশে থাকার চেষ্টা করবে।’ মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে খেলবে ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩ টি দল। এগুলো হচ্ছে- ঢাকা আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, টিম বিজেএমসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, নবাগত বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাব। রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৮/আমিনুল