খেলাধুলা

১০০ টেস্ট খেলে অবসরে যেতে চান টেলর

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রস টেলর। অবসরে যাওয়ার আগে তিনি ১০০টি টেস্ট খেলার ইচ্ছা পোষণ করেছেন। ক্যারিয়ারের শততম টেস্ট খেলার মাইলফলক থেকে ১৫ টেস্ট দূরে আছেন তিনি। টেলর আশা করছেন ২০২০ সালের মধ্যে তিনি শততম টেস্ট খেলতে পারবেন। টেলর বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি যে আমি বিশ্বকাপ জিততে চাই। তবে অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্ট খেলাটা দারুণ কিছু। অবসরে যাওয়ার আগে ১০০ টেস্ট খেলতে পারলে ভালো লাগবে। কিন্তু সেটা এখনো দীর্ঘ পথ। তবে আমি যদি মানসিক ও শারীরিকভাবে ফিট থাকি তাহলে হয়তো সেটা অর্জন করা সম্ভব।’ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি, তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাবেন টেলর। সাত মাস বিরতিতে থাকার পর ক্রিকেটে ফিরতে যাচ্ছে কিউইরা। সবশেষ তারা মার্চ-এপ্রিলে ইংল্যান্ডে খেলেছিল। এর মধ্যে জাতীয় দলের হয়ে না খেললেও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা বিভিন্ন টি-টোয়েন্টি লিগ ও কাউন্টি ক্রিকেটে খেলেছেন। রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/আমিনুল