খেলাধুলা

মাশরাফির ভূয়সী প্রশংসায় জয়াবর্ধনে

ক্রীড়া প্রতিবেদক : একের পর এক ম্যাচে হারতে থাকা বাংলাদেশের একটা সময় হাল ধরেন মাশরাফি বিন মুর্তজা। তার আগমনে বদলে যেতে শুরু করে দল। গেল কয়েক বছরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ দল দুর্দান্ত ক্রিকেট খেলছে। ঘরের মাঠ কিংবা দেশের বাইরে। বাংলাদেশ লড়ছে শেষ বল পর্যন্ত। বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি; বাংলাদেশ খেলছে ফেবারিটের মতো। গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলছে। আর এসব সাফল্যের পেছনে মহিরুহের ভূমিকায় আছেন মাশরাফি বিন মুর্তজা। তাইতো মাশরাফিকে প্রশংসায় ভাসাতে ভুল করেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে, ‘সে দারুণ কাজ করেছে এবং করছে। তার ব্যাপারে আমি কোনো ইস্যু দেখছি না। সে খুবই ভালো মানুষ, ভালো অধিনায়ক। সে যতদিন ফিট থাকে এবং যতদিন খেলতে পারে তাকে দলের সঙ্গে রাখা উচিত এবং সেটাই হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দলে তার অবদান অনেক গুরুত্বপূর্ণ। আর তার অভিজ্ঞতাও অনেক। সেটার আলোকে সে বাংলাদেশের জন্য দারুণ কিছু করছে।’ রাইজিংবিডি/ঢাকা/২৫ অক্টোবর ২০১৮/আমিনুল