খেলাধুলা

বেয়ারস্টোর পরিবর্তে ইংল্যান্ড দলে বেন ফোকস

ক্রীড় ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে ডাকা হয়েছে বেন ফোকসকে। জনি বেয়ারস্টোর চোটের কারণে ইংলিশ দলে ডাক পেলেন সারের এ উইকেটরক্ষক। শ্রীলঙ্কা সফরে অনুশীলনের সময় ফুটবল খেলতে গেয়ে চোটকে সঙ্গী করেন বেয়ারস্টো। অ্যাঙ্কেলের চোটের কারণে শনিবার টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারবেন না ইংলিশ এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। চোট কাটিয়ে বেয়ারস্টো ঠিক কবে ফিরছেন তা এখনো নিশ্চিত করে জানা যাচ্ছে না। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগামী ৬ নভেম্বর মাঠে নামবে ইংল্যান্ড। ধারনা করা হচ্ছে অ্যাঙ্কেলের চোটের কারনে তিন ম্যাচ টেস্ট সিরিজের একটিতেও খেলতে পারবেন না বেয়ারস্টো। বেয়ারস্টোর চোটের সুযোগে দলে ডাক পাওয়া বেন ফোকস এ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবেন। এর আগে ২০১৭-১৮ অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন ২৫ বয়সি এ ক্রিকেটার। তবে অ্যাশেজের পুরো সিরিজে খেলতে পারেননি তিনি। নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটসম্যান বেয়ারস্টোর চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন অ্যালেক্স হেলস। ওই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারী ইংলিশ দল। এবার টেস্ট সিরিজের জন্য দলে ডাক পেলেন বেন ফোকস। রাইজিংবিডি/ঢাকা/২৬ অক্টোবর ২০১৮/শামীম