খেলাধুলা

ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন ধোনি

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। আসন্ন দুই সিরিজের টি-টোয়েন্টি দলে জায়গা পাননি মাহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের তিন ম্যাচ সিরিজে অবশ্য অধিনায়ক বিরাট কোহলিকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তার অবর্তমানে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। তবে কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে ফিরবেন। এরপর অজিদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও দলকে নেতৃত্ব দিবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক, মানিষ পান্ডে, শ্রেয়াস আয়ার, রিশাপ পন্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব ও শাহবাজ নাদিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক, মানিষ পান্ডে, শ্রেয়াস আয়ার, রিশাপ পন্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ ও উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, পৃথ্বি শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, রোহিত শর্মা, রিশাপ পন্ত, পার্থিব প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাজেদা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব। রাইজিংবিডি/ঢাকা/২৭ অক্টোবর ২০১৮/আমিনুল