খেলাধুলা

খলিলকে আইসিসির তিরস্কার

ক্রীড়া ডেস্ক : মারলন স্যামুয়েলসকে আউট করার পর সাজঘরের পথ দেখানোয় ভারতীয় পেসার খলিল আহমেদকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। মুম্বাইয়ে সোমবার ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ানডের ঘটনা এটি। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৪তম ওভারে খলিলের বলে স্লিপে রোহিত শর্মার হাতে ধরা পড়েন স্যামুয়েলস। এরপর ‘আক্রমণাত্মক ভঙ্গি’তে ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান খলিল। আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন তিনি। মঙ্গলবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে খলিলকে তিরস্কার করার কথা জানায়। ম্যাচ শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন খলিল। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২২৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নেন খলিল। রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৮/পরাগ