খেলাধুলা

সিলেটে কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে স্বস্তিতে বাংলাদেশ শিবির। ওয়ানডে সিরিজ জেতায় বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। তবুও টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ। তাইতো সিলেট টেস্টে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাবে না দল। দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, সেরা একাদশ এবং সেরা কম্বিনেশন সাজিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণভাবে জিতেছে বাংলাদেশ। টানা তৃতীয়বারের মতো ধবলধোলাই করেছে মাশরাফির দল। শেষ ১৩ ওয়ানডেতে ১৩টিতেই জয়। টেস্টেও দলের পারফরম্যান্স নজরকাড়া। শেষ চার ম্যাচের চারটিতেই জয় বাংলাদেশের। তবুও এ দলটিকে নিয়ে বেশ সতর্ক মাহমুদউল্লাহ রিয়াদ।   ‘‘প্রতিপক্ষকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত। তারা যথেস্ট ভালো দল। টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে প্রতিটি সেশনে চ্যালেঞ্জ আসবে। ওই চ্যালেঞ্জগুলো বুঝার এবং সেই অনুযায়ী খেলাটা গুরুত্বপূর্ণ। ছোট ছোটো অনেক কাজগুলো প্রত্যেকদিন আমাদের করতে হবে।’’ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বলেই বাড়তি সতর্ক মাহমুদউল্লাহ। তাইতো দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাবেন না অধিনায়ক। ‘‘প্রথম ম্যাচে হয়তো আমরা তেমন পরীক্ষা-নিরীক্ষা নাও করতে পারি। আমরা সেরা একাদশ নিয়েই খেলব। কারণ প্রথম ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচটি সবসময়েই গুরুত্বপূর্ণ। আর আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের শুরুটা যখন ভালো হয় আমরা আমাদের আত্মবিশ্বাস অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। এখানে সেরা একাদশটাই খেলার সুযোগ পাবে এবং আশা করি সবাই সেই সুযোগের অপেক্ষাতেই আছে।’’ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের পারফরম্যান্স ছিল তলানিতে। দুই ম্যাচের দুটিতেই হেরেছে বাজেভাবে। ঘরের মাঠে জিম্বাবুয়ের পরপরই ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি সারতে চায় দল। এই সিরিজে ছোট ছোট ভুলগুলোকে শুধরে উন্নতি করতে চান অধিনায়ক। ‘‘ওয়েস্ট ইন্ডিজে আমরা আশানুরূপ ফল পাইনি। আসলে আশানুরূপ না, আমরা ভালো করতে পারিনি। আমাদের এখানে অনেক সুযোগ আছে উন্নতি করার। সামনে ওদের বিপক্ষে আমাদের হোম কন্ডিশনে একটা সিরিজ আছে। আমার মনে হয় এই দুই ম্যাচে এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। আমরা যদি প্রথম ম্যাচে আমাদের স্কিলগুলোকে কাজে লাগিয়ে একটা ভালো ফল আনতে পারি তাহলে ওই আত্মবিশ্বাস নিয়ে আমরা দ্বিতীয় টেস্টে যেতে পারব।’’ ‘‘যদি বড় লক্ষ্যের কথা চিন্তা করি, সামনে আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে ওটা আমাদের মূল লক্ষ্য থাকবে। তারপরও জিম্বাবুয়ে খুবই ভালো দল। আপনি যদি ওয়ানডের তিনটা ম্যাচের পারফরম্যান্স দেখেন, আমরা অবশ্যই ভালো ক্রিকেট খেলেছি। ওরাও ভালো ক্রিকেট খেলেছে। আমরা ওদের থেকে ভালো খেলে হোম সিরিজটা জিতেছি। ওই সুযোগটা যদি না দেই এবং আমাদের সুযোগ আছে টেস্ট ক্রিকেটে ভালো করার। সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’’ ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নয়ে। ২ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের অবস্থান দশে। জিম্বাবুয়েকে টেস্ট সিরিজে ধবলধোলাই করলে বাংলাদেশের রেটিং পয়েন্টে মাত্র ১ পয়েন্ট যোগ হবে। আর দুই ম্যাচ হারলে ১২ এবং এক ম্যাচ হারলে ১০ রেটিং পয়েন্ট হারাবে। শুধু শ্রেষ্ঠত্ব নয়, র‌্যাঙ্কিংয়েও নিজের অবস্থান ধরে রাখতেও টেস্ট সিরিজ জেতা গুরুত্বপূর্ণ। রাইজিংবিডি/সিলেট/২ নভেম্বর ২০১৮/ইয়াসিন