খেলাধুলা

এখনো ইনজুরিতে রিয়ালের পাঁচ ফুটবলার

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে বৃহস্পতিবার ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। প্রথম দেখায় চেকপ্রজাতন্ত্রের ক্লাবটির বিপক্ষে ঘরের মাঠে কষ্টেশিষ্টে ২-১ ব্যবধানে জিতেছিল রিয়াল। এবার তাদের মাঠে খেলতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। ধুকতে থাকা রিয়ালকে হয়তো কঠিন পরীক্ষাই দিতে হবে প্লাজেনের বিপক্ষে। তার উপর কোচ সান্তিয়াগো সোলারির কপালে ভাঁজ ফেলে দিয়েছে তারকা ফুটবলারদের ইনজুরি। এমন সময়ে এখনো ইনজুরির তালিকায় আছেন রিয়ালের পাঁচ ফুটবলার। তারা হলেন জেসাস ভালেজো, মারিয়ানো, মার্সেলো, রাফায়েল ভারানে ও দানি কারবাহাল। আজ সোমবার অবশ্য মার্সেলো, কারবাহাল ও ভারানে অনুশীলনে এসেছিলেন। অবশ্য তারা দলের সঙ্গে অনুশীলন করেনি। একা একা কিছু কাজ করেছে। ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে তাদের পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে জানানো হয়, ‘মার্সেলো, কারবাহাল ও ভারানে তাদের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে আজ নিজে নিজে অনুশীলন করেছে।’ যেহেতু তাদের পাওয়া যাচ্ছে না তাই রিয়ালের ‘বি’ টিম থেকে ডাকা হয়েছে জাভি সানচেজ, মানু হার্নান্দো, দানি ফার্নান্দেজ, দানি গোমেজ, জাবার্তে, আগুস্তো ও মার্টিনকে। রাইজিংবিডি/ঢাকা/৫ নভেম্বর ২০১৮/আমিনুল