খেলাধুলা

বাংলাদেশ মানসিকভাবে পিছিয়ে ছিল : রাজপুত

ক্রীড়া ডেস্ক : ৩২১ রানের টার্গেট। হাতে পুরো দুইদিন ও ১০ উইকেট। চতুর্থ দিনেও সিলেটের পিচের যে কন্ডিশন ছিল তাতে দেখে-শুনে ব্যাট করলে এই রান তাড়া করে জেতা কঠিন কিছু ছিল না। কিন্তু আবারো ব্যাটিং ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেল বাংলাদেশ। তাতে জিম্বাবুয়ে তুলে নিল ১৭ বছর পর বিদেশের মাটিতে জয়। বাংলাদেশের এমন হারের পেছনের কারণ মানসিকতা। জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত মনে করছেন বাংলাদেশ মানসিকভাবে পিছিয়ে ছিল। আর জিম্বাবুয়ে ছিল এগিয়ে। মূলত মানসিকতাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের ভারতীয় কোচ রাজপুত বলেন, ‘আপনি যদি জয়ের বিষয়টা দেখেন তাহলে আমি বলব অবশ্যই বাংলাদেশ মানসিকভাবে পিছিয়ে ছিল। জিম্বাবুয়ে ছিল এগিয়ে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আমরা যেভাবে কামব্যাক করেছি সেটা কিন্তু এমনি এমনি হয়নি। এটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত ছিলাম। তবে আমি খুশি যে ছেলেরা তাদের প্রতিভার প্রতি সুবিচার করেছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের দিন।’ দুই দলের পার্থক্য কোথায় ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘মানসিকতায়। প্রথম দুদিন আমরা যেভাবে ব্যাটিং করেছি সেটা কিন্তু খেলোয়াড়দের প্রকৃত চরিত্রটাই ফুটিয়ে তুলেছে। প্রথম দিন থেকেই কিন্তু উইকেটে টার্ন পাওয়া যাচ্ছিল। উইকেট ছিল মন্থর গতির। সে কারণে ছেলেরা বেশ উদ্বিগ্ন ছিল যে এই টেস্টটি চতুর্থ কিংবা পঞ্চম দিনে যাবে কিনা। আমি তাদের শান্ত থাকতে বলেছি। নিজেদের সামর্থের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে বলেছি। বলেছি নিজেদের টেম্বারামেন্ট ও বৈশিষ্ট্য দেখাতে। আমাদের খেলোয়াড়রা সেটা ভালোভাবেই দেখিয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/৬ নভেম্বর ২০১৮/আমিনুল