খেলাধুলা

‘যেভাবেই হোক আমরা মিরপুর টেস্ট জিতব’

ক্রীড়া প্রতিবেদক : বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট তাই বাংলাদেশের জন্য সিরিজ হার এড়ানোর লড়াই। অলরাউন্ডার আরিফুল হকের বিশ্বাস, যেভাবেই হোক ঘুরে দাঁড়াবে দল। সিলেট টেস্টে দুই ইনিংসে ১৪৩ ও ১৬৯ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ১৫১ রানের বড় ব্যবধানে। ২০০১ সালের পর দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে এটিই বাংলাদেশের প্রথম কোনো টেস্ট হার। ১৭ বছর পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার এড়াতে মিরপুর টেস্ট জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম টেস্টে বাংলাদেশ খেলেছিল মাত্র একজন বিশেষজ্ঞ পেসার নিয়ে, যা নিয়ে সমালোচনা কম হয়নি। সিলেটে মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। মিরপুরে বাঁহাতি পেসারের একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। আরিফুলের বিশ্বাস, মুস্তাফিজ ফিরলে দলের জেতার সম্ভাবনাও বেড়ে যাবে। প্রথম টেস্ট হারের পর দল চাপে নেই বলেও মনে করছেন তিনি। মিরপুরে আজ সাংবাদিকদের আরিফুল বলেছেন, ‘কোনো চাপ নেই আমাদের। মূল বোলার মুস্তাফিজ খেলেনি। সে ফিরলে আমরা জিততে পারব। ইতিবাচক আছি আমরা। ডু অর ডাই, যেভাবেই হোক আমরা ম্যাচ জিতব।’ কাজটা যে সহজ হবে না, সেটা জানেন আরিফুল। প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে সতীর্থদের ইতিবাচক থাকার তাগাদা দিলেন তিনি। দল হিসেবে খেলতে পারলে জয় কঠিন হবে না বলে বিশ্বাস তার। ‘আমরা যদি শেষ ম্যাচটা নিয়ে চিন্তা করি মানসিকভাবে পিছিয়ে থাকব। আমরা ওটা নিয়ে চিন্তা করব না। ম্যাচ, বল টু বল নিয়ে চিন্তা করব। দল হিসেবে যদি খেলতে পারি, সবাই যদি ইতিবাচক খেলতে পারে, ম্যাচ জেতা কঠিন হবে না জিম্বাবুয়ের সঙ্গে।’ সিলেট থেকে ঢাকায় ফিরে আজ প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৮/পরাগ